এমবাপে লাল কার্ড দেখলেও জয় রিয়ালের, প্রিমিয়ার লিগে আবার লজ্জার হার ম্যান ইউর

আগের দিন ১-০ গোলে লেগানেসকে হারিয়েছিল বার্সেলোনা। এ বার আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পিছু ছাড়ছে না রিয়াল। কিলিয়ান এমবাপে লাল কার্ড দেখলেও রিয়ালের জয় আটকায়নি। তবে প্রিমিয়ার লিগে খারাপ হাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। এ বার নিউক্যাসল ইউনাইটেডের কাছে লজ্জার হার হেরেছে তারা।

রিয়ালের হয়ে একমাত্র গোল করেছেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করেন তিনি। সেই গোলই খেলার ফয়সালা করে। ৩৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমবাপে। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় আলাভেসের মানু স্যাঞ্চেজ়ও লাল কার্ড দেখেন। অর্থাৎ, ম্যাচে আধ ঘণ্টার বেশি এক জন কম ফুটবলার নিয়ে খেলে রিয়াল। তার পরেও আলাভেস সমতা ফেরাতে পারেনি।

প্রধান কোচ কার্লো আনচেলোত্তি নির্বাসিত থাকায় এই ম্যাচে রিয়ালের কোচের দায়িত্ব পালন করেন তাঁর পুত্র তথা সহকারী কোচ ডেভিড আনচেলোত্তি। তিনি জানিয়েছেন, এমবাপে লাল কার্ড দেখার পর তাঁরা চাপে পড়ে গিয়েছিলেন। তবে বাকিরা তাঁর অভাব মিটিয়েছেন। দলের খেলায় তিনি খুশি।

এই জয়ের ফলে ৩১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৬। সমসংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭০। অর্থাৎ, রিয়ালের থেকে ৪ পয়েন্ট এগিয়ে তারা। লিগে এখনও সাতটি ম্যাচ বাকি। এখন দেখার, বার্সা তাদের এই লিড ধরে রাখতে পারে কি না।

অন্য দিকে প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ হাল অব্যাহত। এ বার নিউক্যাসলের বিরুদ্ধে ১-৪ গোলে হেরেছে তারা। ২০০১ সালের পর এই প্রথম ম্যান ইউকে ৪ গোলে দিল নিউক্যাসল। প্রথমার্ধে ২৪ মিনিটের মাথায় নিউক্যাসলকে এগিয়ে দেন স্যান্ড্রো টোনালি। ৩৭ মিনিটে সমতা ফেরান আলেজ়ান্দ্রো গারনাচো। তবে দ্বিতীয়ার্ধে দাঁড়াতে পারেনি ম্যান ইউ। তিন গোল খায় তারা। ৪৯ ও ৬৪ মিনিটের মাথায় হার্ভে বার্নস জোড়া গোল করেন। ৭৭ মিনিটের মাথায় দলের চতুর্থ গোল করেন ব্রুনো গিমারেস।

এই হারের পর পয়েন্ট তালিকায় ১৪ নম্বরে ম্যান ইউ। ৩২টি ম্যাচ খেলে মাত্র ১০টি জিতেছে তারা। ৩৮ পয়েন্ট নিয়ে ধুঁকছে ক্লাব। অবনমনের ঠিক উপরে থাকা ওয়েস্ট হ্যামের থেকে মাত্র তিন পয়েন্ট বেশি তাদের। ম্যান ইউকে হারিয়ে চার নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে গিয়েছে তারা। এক ম্যাচ কম খেলে সিটির থেকে এক পয়েন্ট বেশি তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.