পুরী মন্দিরের একটি ভাইরাল ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ঘিরেই ছড়িয়েছে আতঙ্ক। বড়সড় কোনও আসন্ন বিপদের আশঙ্কায় প্রমাদ গুনছেন ভক্তরা।
2/5
পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ‘পতিতপাবণ’ পতাকার মতো দেখতে কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে।
3/5
পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

‘পতিতপাবণ’ পতাকা জগন্নাথ মন্দিরের পবিত্র পতাকা। এখন ঈগলকে সেই পবিত্র পতাকার মতো কাপড় নিয়ে উড়ে যেতে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে।
4/5
পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

জগন্নাথদেবের ভক্তদের মতে, এই ঘটনার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ব্য়াপকভাবে শেয়ার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে।
5/5
পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!
