Puri Temple: বড়সড় কোনও অঘটন কি আসন্ন? পুরী মন্দিরের পবিত্র পতাকা ‘ছিঁড়ে’ নিয়ে উড়ে যাচ্ছে ঈগল! ভিডিয়ো ভাইরাল…

পুরী মন্দিরের একটি ভাইরাল ভিডিয়ো। আর সেই ভিডিয়ো ঘিরেই ছড়িয়েছে আতঙ্ক। বড়সড় কোনও আসন্ন বিপদের আশঙ্কায় প্রমাদ গুনছেন ভক্তরা।

  

2/5

পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

Eagle flies away with Puri Temple flag

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ‘পতিতপাবণ’ পতাকার মতো দেখতে কাপড়ের টুকরো নিয়ে উড়ে যাচ্ছে। 

3/5

পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

Eagle flies away with Puri Temple flag

‘পতিতপাবণ’ পতাকা জগন্নাথ মন্দিরের পবিত্র পতাকা। এখন ঈগলকে সেই পবিত্র  পতাকার মতো কাপড় নিয়ে উড়ে যেতে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে।

  

4/5

পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

Eagle flies away with Puri Temple flag

জগন্নাথদেবের ভক্তদের মতে, এই ঘটনার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ব্য়াপকভাবে শেয়ার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। 

  

5/5

পুরী মন্দিরের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ঈগল!

Eagle flies away with Puri Temple flag

সব মিলিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সত্যিই দেখার, এই ঘটনাটি কি সত্যিই কোনও অশুভের ইঙ্গিত, নাকি এটা শুধুই প্রচলিত বিশ্বাস! উত্তর লুকিয়ে সময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.