আইপিএলে রবিবার প্রথম হারের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। দলের পরাজয়ের পাশাপাশি শাস্তি পেতে হল অধিনায়ক অক্ষর পটেলকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করেছে।
এ বারের আইপিএলে ষষ্ঠ ক্রিকেটার হিসাবে শাস্তি পেলেন অক্ষর। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেননি দিল্লির বোলারেরা। এক ওভার কম করেন তাঁরা। তাই নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককে জরিমানা করা হয়েছে। এ বারের প্রতিযোগিতায় এই প্রথম মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক।
বিসিসিআই জানিয়েছে, ‘‘দিল্লি ক্যাপিটালস নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার বল করতে না পারায় তাদের অধিনায়ক অক্ষর পটেলকে জরিমানা করা হয়েছে। দিল্লি প্রথম বার আইপিএলের আদর্শ আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করল। ন্যূনতম অন্যায় করেছে তারা। মন্থর বোলিংয়ের জন্য অধিনায়ক অক্ষরকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
অক্ষরের আগে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেতে হয়েছে রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এবং সঞ্জ স্যামসন, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ড্য, লখনউ সুপার জায়ান্টসের ঋষভ পন্থ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাটীদারকে।