ক্রিপ্টোকারেন্সি বাজারে সেল অফের সুনামি! হু-হু করে কমছে বিটকয়েন, ইথেরিয়াম

1/5বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি। আর তারই মাঝে ধস ক্রিপ্টোকারেন্সি বাজারেও। গত ১ সপ্তাহ ধরে ক্রিপ্টোবাজারে চলছে সেল-অফের ট্রেন্ড। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)ক্রিপ্টোকারেন্সি বাজারে সেল অফের সুনামি! হু-হু করে কমছে বিটকয়েন, ইথেরিয়াম

এর জেরে বেশিরভাগ মুদ্রাই এক ধাক্কায় ২৫-৩০% কমে লেনদেন করেছে। কিছু মুদ্রায় ৫০-৬০% পর্যন্ত হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/5এর জেরে বেশিরভাগ মুদ্রাই এক ধাক্কায় ২৫-৩০% কমে লেনদেন করেছে। কিছু মুদ্রায় ৫০-৬০% পর্যন্ত হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
এর মধ্যে জনপ্রিয় মুদ্রা টেরা লুনার দাম রেকর্ড হারে কমেছে। মাত্র ১ সপ্তাহেই ৯৯% কমেছে টেরা লুনার দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
3/5এর মধ্যে জনপ্রিয় মুদ্রা টেরা লুনার দাম রেকর্ড হারে কমেছে। মাত্র ১ সপ্তাহেই ৯৯% কমেছে টেরা লুনার দাম। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Reuters)
গত দুই-তিন মাস ধরে, বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের চাপ, কর আরোপের মতো পরিস্থিতিতে ক্রিপ্টো বাজার থেকে বেরিয়ে আসছেন অনেক বিনিয়োগকারী। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)
4/5গত দুই-তিন মাস ধরে, বিশ্বজুড়ে নিয়ন্ত্রকদের চাপ, কর আরোপের মতো পরিস্থিতিতে ক্রিপ্টো বাজার থেকে বেরিয়ে আসছেন অনেক বিনিয়োগকারী। (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)
বৃহস্পতিবার বিটকয়েনের দাম ৮.৬৬% হ্রাস পেয়েছে। অন্যদিকে ইথেরিয়ামেরও দাম হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/5বৃহস্পতিবার বিটকয়েনের দাম ৮.৬৬% হ্রাস পেয়েছে। অন্যদিকে ইথেরিয়ামেরও দাম হ্রাস পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.