দেশের আর্থিক বৃদ্ধির হার ৭.২ শতাংশের মাত্রা ছুঁতে চলেছে।
চলতি অর্থ বর্ষেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এর কারণ একাধিক। যেমন, ব্যবহারিক আয় বৃদ্ধি, কৃষকদের রোজগার বৃদ্ধি, নিম্ন পলিসি রেট, অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি ইত্যাদি। এডিবি-র ধারনা, ২০২০ সালে মধ্যে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ থেকে ৭.২ শতাংশ হতে পারে।
উল্লেখ্য, ২০১৭-র অর্থ বর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হয়েছিল। কিন্তু পরে কৃষি উত্পাদনে ঘাটতি এবং ব্যবহারিক আয় বৃদ্ধি থমকে যাওয়ায় ২০১৮ সালে তা কমে দাঁড়ায় ৭ শতাংশে। এক বছরের মধ্যেই ফের অর্থনৈতিক বৃদ্ধির উত্থান জোরাল হওয়াকে বড় সাফল্য হিসেবেই দেখছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।
বিশ্ব পরিবেশ ও সেমিকনডাক্টর এক্সপোর্টে দুর্বলতার জেরে, চলতি অর্থ বর্ষে বৈদেশিক চাহিদা কম থাকলেও ২০২০ সালে পরিস্থিতি পুনরুদ্ধার করা সম্ভব মনে করছে এডিবি।