কত রানের লিড নিতে চায় ভারত? বলে দিলেন জাডেজা, চেন্নাইয়েই ৩০০তম উইকেট পেতে চান
প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৩০৮ রানে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে তিন উইকেট হারিয়েছে তারা। খেলা শেষের পর রবীন্দ্র জাডেজা জানালেন, আরও ১২০-১৫০ রান তুলতে হবে তাঁদের। অর্থাৎ ৪৩০-৪৬০ রানের লিড নিলেই ম্যাচ জেতা সম্ভব বলে মনে করছেন জাডেজা। একই সঙ্গে তিনি চাইছেন চেন্নাইয়ে ৩০০তম উইকেটRead More →