পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বিজেপির বাইক র্যালি ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়l বিজেপি কর্মী সমর্থকরা যাতে কোনো অবস্থাতেই র্যালি করতে না পারে সে জন্য আগে থেকেই প্রস্তুত ছিল বিশাল পুলিশবাহিনীl বিজেপির কর্মী-সমর্থকরা পুলিশের নিষেধ সত্ত্বেও বাইক নিয়ে র্যালি করার প্রস্তুতি শুরু করলে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয়l ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী-সমর্থকরা মিছিল করে এগিয়ে নিয়ে যেতে চাইলে তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগl অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়। পুলিশের লাঠি চার্জে অন্তত ৩০ জন বিজেপি কর্মী সমর্থক জখম হনl সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকেন কয়েকজন দলীয় কর্মী l পরে তাদের রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে গোয়ালতোড় হাসপাতালে নিয়ে যান বিজেপি কর্মীরাl যদিও লাঠিচার্জের কথা পুলিশের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছেl ঘটনার পর ব্যাপক উত্তেজনা রয়েছে গোয়ালতোড় এলাকায়।
দেখুন ভিডিও