করোনা সংক্রমণ এড়াতে বর্তমানে কার্যত লকডাউন চলছে রাজ্য জুড়ে । পাশাপাশি কিছুটা হলেও কমছে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৩,২৬৮ জন। মঙ্গলবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে । স্বাস্থ্যয দফতরে বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,২৬৮ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ১৪,৬৮,০৪৪ । করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৭৫ জনের । যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৭,০৪৯ । অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছে ২,০৬৮ । ফলে, মোট সুস্থ হয়ে উঠছেন ১৪,২৯,১৪৯ । বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৪৭শতাংশ ।
2021-06-16