ভারতীয় বাজারে যে অপরিশোধিত তেল আমদানি করা হয় তা ‘ইন্ডিয়ান বাস্কেট’ নামে পরিচিত।

২০২১ এর ২৮ এ মে প্রতি ব্যারেল পিছু ইন্ডিয়ান বাস্কেট ওয়েলের দাম ছিল ৬৮ মার্কিন ডলার।২ রা জুন হয় ৬৯.৪৩ ডলার,৩ রা জুন ৬৯. ৯৭ ডলার,৪ ঠা জুন ৭০.৩৭ ডলার,৭ ই জুন ৭০.২৪ ডলার,৮ ই জুন ৬৯. ৭৯ ডলার এবং ৯ ই জুন ৭১. ২৮ ডলার। এই হিসেব থেকে বুঝতেই পারছেন,আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েলের দাম ওঠানামা করেছে।

ভারতে ১ মার্কিন ডলার হল ৭৩.১১ টাকা।প্রতি ডলারের মূল্য ৭৩.১১ টাকা ধরলে, ভারতে এই ক্রুড ওয়েলের দাম গিয়ে দাঁড়ায় ৭১.২৮ × ৭৩.১১ঃ ৫২১১ টাকা।পয়সার হিসেব দিলাম না।১ ব্যারেলে তেল থাকে ১৫৯ লিটার।অর্থাৎ প্রতি লিটার ক্রুড ওয়েলের জন্য খরচ হয় ৫২১১➗ ১৫৯ঃ ৩২ টাকা মতো। পরিবহন খরচ লাগে প্রতি লিটারে ০.২৮ টাকা।এবং পেট্রোল পাম্পের ডিলাররা পান প্রতি লিটারে ৩.৬৮ টাকা।অর্থাৎ ভারতে ১ লিটার পেট্রোলের দাম হওয়া উচিত ৩৫ টাকা ৯৬ পয়সা মতো।

এবার দেখা যাক কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর কি ট্যাক্স বসাচ্ছে? প্রতি লিটার পিছু বেসিক টারিফ ১.৪০ টাকা।স্পেশাল টারিফ ১১ টাকা, রোড ইনফ্রাস্ট্রাকচার টারিফ ১৮ টাকা,কৃষি ও পরিকাঠামো সেস ২.৫০ টাকা।অর্থাৎ লিটার পিছু কেন্দ্রের শুল্ক গিয়ে দাঁড়াচ্ছে ৩২.৯০ টাকা।

তাহলে ৩৫ টাকা ৯৬ পয়সা+ ৩২.৯০ টাকাঃ ১ লিটার পেট্রোল – ৬৮ টাকা ৮৬ পয়সা।এটা হল কেন্দ্রের হিসেব।এবার পশ্চিমবঙ্গের হিসেব টা দেখব।আজ কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম হল ৯৫ টাকা ৫৮ পয়সা। তাহলে ১ লিটার পেট্রোলে পশ্চিমবঙ্গ সরকার কত পাচ্ছে? ৯৫ টাকা ৫৮ পয়সা- ৬৮ টাকা ৮৬ পয়সাঃ ২৬ টাকা ৭২ পয়সা।

সমস্ত পত্রপত্রিকায় আপনারা হয়ত এই হিসাব টাই পাবেন। কিন্তু কিছু জিনিস জানান দেওয়া হয়না।সেটা এবার তুলে ধরছি।চতুর্দশ অর্থ কমিশনের রুলস অনুযায়ী কেন্দ্রীয় শুল্কের ৪২ শতাংশ রাজ্য ফেরত পায়।কৃষি কাঠামো সেস বাবদ ২টাকা ৫০ পয়সা বাদ দিলে (৩২.৯০-২.৫০) ৩০টাকা ৪০ পয়সার ৪২ শতাংশ অর্থাৎ ১২ টাকা ৭৭ পয়সা রাজ্য ফেরত পায়। তাহলে ২৬ টাকা ৭২ পয়সা+ ১২ টাকা ৭৭ পয়সাঃ৩৯ টাকা ৪৯ পয়সা পাচ্ছে রাজ্য সরকার ১ লিটার পেট্রোলে। অন্যদিকে কেন্দ্র সরকার পাচ্ছে ৩২.৯০-১২.৭৭ঃ ২০ টাকা ১৩ পয়সা।এর সাথে পশ্চিমবঙ্গ সরকারের পেট্রোলের উপর ২৫ শতাংশ ভ্যাট,এবং প্রতি লিটারে ১ টাকা সেস ধরুন।

এই হিসেবে ৩ থেকে ৪ টাকা এদিক ওদিক হবে রাজ্যের আয় থেকে।কারণ আমি ২ মাসের আগের কেন্দ্রের শুল্কের হিসেব পেয়েছি। এখন সেটা বেড়ে থাকলে রাজ্য হয়ত ৩৫ টাকা মতো পাচ্ছে।

অর্থাৎ ভারতে ১ লিটার পেট্রোলের বেশিক দাম হওয়া উচিত ৩৫ টাকা ৯৬ পয়সা মতো।

এর উপর পশ্চিমবঙ্গের ১ লিটার পেট্রোলে রাজ্য সরকার নেট আয় করছে ৩৫- ৩৯ টাকা, অন্যদিকে কেন্দ্র নেট আয় করছে ২০-২৪ টাকা, যার হিসাব উপরে দেওয়া হয়েছে।

পেট্রোলের বাজার দাম হলো মোটামুটি 36+39+24=99টাকা

সাম্প্রতিক কালে করোনা পরিস্থিতি, লক ডাউন, অর্থনৈতিক স্থবিরতার জন্য পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন, কেন্দ্র এখন তেলের কর কমানোর কথা ভাবছে না।

তাই কিছু স্বার্থান্বেষী একতরফা ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজ্য এবং কেন্দ্রের ট্যাক্সের অসম্পূর্ণ বা অর্ধসত্য হিসাব দেখিয়ে কেন্দ্র সরকারকে দোষারোপ করে, দেশজুড়ে কেন্দ্র সরকার বিরোধী আবহাওয়া করার চেষ্টা করছে। এরকম দুঃপ্রচার থেকে সাবধান।

সন্দীপ মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.