PhonePe-তে কত টাকার রিচার্জ করলে কত টাকা বাড়তি দিতে হবে? জেনে নিন

1/5এই প্রথমবার, মোবাইল রিচার্জের জন্য প্রক্রিয়াকরণ ফি(Processing Fees) নেওয়া শুরু করল PhonePe । ছবি : ফোনপে (PhonePe)

সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৫০ টাকার অধিক মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১-২টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া শুরু হয়েছে। ছবি : ফোনপে (PhonePe)
2/5সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৫০ টাকার অধিক মোবাইল রিচার্জের ক্ষেত্রে ১-২টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া শুরু হয়েছে। ছবি : ফোনপে (PhonePe)
৫১-১০০ টাকার রিচার্জে ১ টাকা নেওয়া হবে। ১০০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে ২ টাকা প্রসেসিং ফি নেবে PhonePe । ছবি : ফোনপে (PhonePe)
3/5৫১-১০০ টাকার রিচার্জে ১ টাকা নেওয়া হবে। ১০০ টাকার বেশি রিচার্জের ক্ষেত্রে ২ টাকা প্রসেসিং ফি নেবে PhonePe । ছবি : ফোনপে (PhonePe)
এছাড়া PhonePe ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের জন্যও প্রক্রিয়াকরণ ফি নিচ্ছে। ছবি : ফোনপে (PhonePe )
4/5এছাড়া PhonePe ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের জন্যও প্রক্রিয়াকরণ ফি নিচ্ছে। ছবি : ফোনপে (PhonePe )
PhonePe-তে সেপ্টেম্বরে ১৬৫ কোটি ইউপিআই লেনদেন হয়েছে। যা কিনা এই অ্যাপ সেগমেন্টের ৪০ শতাংশ বাজার দখলের সমান। ছবি : ফোনপে (PhonePe)
5/5PhonePe-তে সেপ্টেম্বরে ১৬৫ কোটি ইউপিআই লেনদেন হয়েছে। যা কিনা এই অ্যাপ সেগমেন্টের ৪০ শতাংশ বাজার দখলের সমান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.