পাকিস্তান থেকে আগত হিন্দুরা আর ফিরতে চাননা সেদেশে,আর্জি ভারতীয় নাগরিকত্বের

আগেই কমপক্ষে ২০০জন পাকিস্তানে (Pakistan) বসবাসকারী হিন্দু এদেশে সিএএ (CAA) -র মাধ্যমে ভারতীয় (Indian) নাগরিকত্ব পেয়েছেন | তার সঙ্গে এবার যোগ হতে চলেছে আরও ৫৬ জন | পাকিস্তান (Pakistan) থেকে আসা গত সপ্তাহের একটি দল যারা পাকিস্তানে ফিরে যেতে চায়না বলে জানিয়েছেন | সেই দলেরই এক সদস্য বলেন,ভারত (India) সরকারের কাছে আমাদের আবেদন আমাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক | নিয়ম মেনে ভারতীয় নাগরিকত্বের আবেদনও করতে চান তারা |

তাদের যুক্তি, ভারতে এসে যে টাকা ,জামাকাপড় তারা পেয়েছেন পাকিস্তানে (Pakistan) গেলে তা লুট হয়ে যাবে বলে অভিযোগ করেন তারা | কারণ পাকিস্তান (Pakistan) সরকার তাদের উপর অবিচার করেন বলে অভিযোগ করেন পাকিস্তানী হিন্দুরা | আহমেদাবাদে অবস্থান করা এই সদস্যদের জন্য টাকা ও জামাকাপড় সমগ্রহ করেন স্থানীয়েরা | প্রতিবেশী দেশ থেকে আগত দলের এক মহিলা সদস্য বলেন,আমাদের পরিবার পাকিস্তানে (Pakistan) অসুরক্ষিত | আমাদের মেয়েদের ধর্মান্তরিত করার কেউ কোন প্রতিবাদ করেনা | বাড়ি ঘর যখন তখন লুঠতরাজ চলে |

যদিও এই বিষয়ে মুখে কুলুপ ভারতীয় (Indian) প্রশাসনের | গুজরাত (Gujarat) প্রশাসনের বক্তব্য আইনানুগ বৈধ আবেদন করলে তারা নিশ্চই তা ভেবে দেখবেন | ইতিমধ্যে পাকিস্তানে (Pakistan) থেকে আগত বহু মানুষকেই ভারতীয় (Indian) নাগরিকত্ব প্রদান করা হয়েছে যারা হরিদ্বার,দেহরাদুন,উধম সিং নগর ডিস্টিক্ট্রে বসবাস করতে শুরু করেছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.