চলন্ত স্কুল-গাড়িতে আগুন, ছত্তিশগড়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

ছত্তিশগড়ের ধমতরী জেলায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল| শুক্রবার সকালে ওজস্বী নার্সিংহোমের কাছে রুদ্রী রোডের উপর একটি স্কুল-গাড়িতে (ম্যাজিক গাড়ি) চলন্ত অবস্থাতেই আগুন ধরে যায়| সৌভাগ্যবশত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে এলেও, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই স্কুল-গাড়িটি|
ম্যাজিক গাড়িটি প্রতিদিন আক্রুতি প্লে স্কুল এবং কেন অ্যাকাডেমির পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়ার এবং স্কুল থেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কাজ করত| 
প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গাড়ির চালক মনোজ যাদব বাচ্চাদের আনতে যাচ্ছিলেন| চলন্ত অবস্থাতেই ওজস্বী নার্সিংহোমের কাছে রুদ্রী রোডের উপর ওই স্কুল-গাড়িতে আগুন ধরে যায়| আগুন লেগে যাওয়া মাত্রই গাড়ির নেমে আসেন মনোজ যাদব| মনোজের চোখের সামনেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন| কিছুক্ষণের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি| পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে| সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় ওই গাড়িতে কোনও পড়ুয়া ছিল না, তাই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.