West Bengal Assembly Election Live Updates: বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ

রাজ্যে আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ষষ্ঠ দফায় আজ রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ভোট গ্রহণ। মোতায়েন ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। কোভিড বিধি মেনে বুথে বুথে ভোটগ্রহণ। আজ  উত্তর ২৪ পরগনায় ১৭টি আসন, নদিয়ায় ৯টি আসন, পূর্ব বর্ধমানের ৮টি আসন ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট।

বিকেল ৬.০১: পিপিই কিট পরে ভোট দিলেন  বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। তিনি করোনা আক্রান্ত ছিলেন, তাই পিপিই কিট পরে ভোটদান করলেন তিনি।

বিকেল ৫.৪৫: বিকেল ৫ টা পর্যন্ত মোট ভোটদানের হার ৭৯.০৯ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে -৭৫.৯৪ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে – ৮২.১৫ শতাংশ নদিয়ায় ভোট পড়েছে -৮২.৬৭ শতাংশ, উত্তর দিনাজপুরে ভোট পড়েছে – ৭৭.৭৬ শতাংশ।

বিকেল ৫.২৫: নিমতার পাইকপাড়ায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। এলাকায় উত্তেজনা।

বিকেল ৫.০৫: হাবড়া বিধানসভার ৭ নম্বর বুথে গ্রামবাসী ও তৃণমূলের সমর্থকদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। খোদ জ্যোতিপ্রিয় মল্লিকও এই অভিযোগ তুলেছেন।

বিকেল ৪.৪৫: উত্তর দমদম বিধানসভার বিশরপাড়ায় তৃণমূল-বিজেপির হাতাহাতি, বচসা।

বিকেল ৪.৩০: পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বাগদার ৩৫ নম্বর বুথে। ৩ জন গুলি বিদ্ধ হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। মৃত্যুঞ্জয় সাঁতরা নামে এক যুবকের হাতে গুলি লেগেছে বলে দাবি।

বিকেল ৪.০০:  কালিয়াগঞ্জে তৃণমূলের ছাত্রনেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সরাসরি অভিযোগ অস্বীকার বিজেপির।

বিকেল ৩.৫২: তিনটে পর্যন্ত রাজ্যের চার জেলার ৪৩ আসনে ৭০.৪২ শতাংশ ভোটদান। দক্ষিণ দিনাজপুরে ৭১.৯৬ শতাংশ, নদিয়ায় ৭৪.০১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৫.০৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে বেলা ৩টে পর্যন্ত ৭৫.২০ শতাংশ ভোট পড়েছে।

বিকেল ৩.৩১: খড়দহের বন্দিপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ‘ভোটারদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল, প্রতিবাদ করলে হামলা শাসকদলের’, পাল্টা অভিযোগ বিজেপির। মারধরে এক বিজেপি এজেন্টের মাথা ফেটেছে বলেও দাবি।

বেলা ৩.১৪: পূর্ব বর্ধমানের নাদনঘাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ১৩ এবং ১৪ নম্বর বুথে ভোট দিতে পারলেন না ৯ জন ভোটার। এদের সবাই প্রতিবন্ধী এবং বৃদ্ধ, বৃদ্ধা। অভিযোগ, এই বুথে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করলেও পোস্টাল ব্যালটে তাঁদের ভোট নেওয়া হয়নি। কষ্ট করে বুথে ভোট দিতে গেলে তাঁদের ভোট হয়ে গিয়েছে বলে ফিরিয়ে দেন প্রিসাইডিং অফিসার, এমনই অভিযোগ। অবিলম্বে ভোটের ব্যবস্থা করা হোক, চাইছেন ভোট না দিতে পারা সমস্ত ভোটাররা। সমস্ত দলের এজেন্টরাও চাইছেন ভোটের ব্যবস্থা করা হোক ওই ৯ জনের। খবর পেয়েই সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিজিৎ ভট্টাচার্য প্রিসাইডিং অফিসারের সঙ্গে গিয়ে কথা বলেন।

বেলা ৩.১২: তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বীজপুর বিধানসভার কাঁচরাপাড়ায়। তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ বিজেপির। পাল্টা তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সাসকদলের স্থানীয় কার্যালয়েও ভাঙচুর। পুলিশের সামনেই বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে লাথি, ঘুঁসি, কিল, চড়। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। এলাকায় তুমুল উত্তেজনা।

বেলা ৩.০০: কেতুগ্রামের রাজুর গ্রামে ব্যাপক বোমাবাজি। তৃণমূলের কর্মীদের মারধরে অভিযুক্ত সিপিআইএম ও বিজেপি আশ্রিত বহিরাগত দুস্কৃতীরা। তৃণমূলের আরও অভিযোগ, প্রকাশ্যে বিজেপির লোকেরা রাম দা, লাঠি নিয়ে ঘুরছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ৷

দুপুর ২.৫০: টিটাগড়ের মিলনগড়ে দফায় দফায় ব্যাপক বোমাবাজি। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর। আহত ৩। তৃণমূলের বিরুদ্ধে বেমাবাজির অভিযোগ বিজেপির। এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

দুপুর ২.৪০: বারাকপুরের ৪ নং ওয়ার্ডে ব্য়াপক বোমাবাজি৷ মুখে মাস্ক পরে বাইকে করে এসে বোমাবাজি দুষ্কৃতীদের৷ বিজেপির ক্য়াম্প অফিস ভাঙচুর৷

দুপুর ২.১০: পূর্বস্থলীর একটি বুথে বিভ্রাট। ইভিএম খারাপ হওয়ায় ভোট দিতে না পারার অভিযোগ।

দুপুর ২.০৬: কৃষ্ণনগরের কালিনগরে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর। কমিশনে অভিযোগ কৌশানীর মুখোপাধ্যায়ের।

দুপুর ১.৫০: দুপুর ১টা পর্যন্ত ৪ জেলায় ৫৭.৩০ শতাংশ ভোটদান। দুপুর ১টা পর্যন্ত নদিয়ায় ৫৯.০১ শতাংশ, উত্তর দিনাজপুরে ৬০.৪৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫১.৯৬ শতাংশ এবং পূর্ব বর্ধমানে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ১.৪৮: প্রার্থীকেই বুথে আটকে রাখার অভিযোগ। কেতুগ্রামের খাসপুরে বিজেপি প্রার্থীকে বুথে আটকে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী মথুরা ঘোষকে বুথে আটকে রাখার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করে বিজেপি প্রার্থীকে। এক তৃণমূল কর্মী গ্রেফতার।

দুপুর ১.৪৬: কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানি মুখোপাধ্যায়কে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ তৃণমূলের তারকা প্রার্থীকে ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ। তাঁকে হেনস্তা করতে পরিকল্পিতভাবে বিক্ষোভ, অভিযোগ কৌশানীর।

দুপুর ১.৩৭: মঙ্গলকোটের বার গ্রামে গুলি চলানোর অভিযোগ ঘিরে উত্তেজনা চরমে৷ অজয় নদ পেরিয়ে বীরভূম থেকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ঢুকছে ‘ভোট লুঠেরা’র দল। অজয়ের তীরে বালিয়াড়ির আড়ালে তাদের মুখ ঢাকা ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। একাধিক দুষ্কৃতী বার গ্রামের কাছে বালিয়াড়ির পিছনে রয়েছে।

দুপুর ১.২৪: ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলে গলসিতে বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের অবস্থান বিক্ষোভ।

দুপুর ১.২০: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বার গ্রামে চলল গুলি। তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ। বেশ কিছুক্ষণ ভোট বন্ধ থাকে। ফের চালু হয়েছে ভোট।

বুথ পরিদর্শনে খড়দহের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস।

দুপুর ১.১৯: বাদুড়িয়ায় কংগ্রেসের এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের।

দুপুর ১.১৭: বীরভূমের লাভপুরে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী ৷ প্রচারের সময় বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

দুপুর ১.১২: আউশগ্রামে শিবদা নিম্ন বুনিয়াদি স্কুলের বুথে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। মারধরে মাথা ফাটল বিজেপি কর্মীর। তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ ওড়াল তৃণমূল। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ।

কেতুগ্রামে বোমাবাজি। প্রকাশ্যে লাঠি, রাম দা হাতে ঘুরতে দেখা গেল বেশ কয়েকজনকে।

দুপুর ১.১০: টিটাগড়ে বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, অভিযোগ বিজেপির। মারধের বিজেপির ৬ বিজেপি কর্মী জখম হয়েছেন বলে দাবি।

দুপুর ১: হাবড়ায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী তথা রাজ্য়ের বিদায়ী মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক৷

বেলা ১২.৫৮: জগদ্দলের ক্ষুদিরাম কলাবাগান এলাকার ৭০-এ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ।

বেলা ১২.৫৬: উত্তপ্ত উত্তর ২৪ পরগনার অশোকনগরের ট্যাংরা৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথের সামনে বোমাবাজি, গাড়ি ভাঙচুর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের। দুই তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি শাসকদলের। অশোকনগরে গুলি চলার অভিযোগ ওড়াল নির্বাচন কমিশন৷

বেলা ১২.২০: আমডাঙায় উত্তেজনা চরমে। সিপিআইএম ও আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আইএসএফ-এর বুথ ক্যাম্পে ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল। বোমা নিয়ে দু’পক্ষ পরস্পরকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বেলা ১২.১৭: মঙ্গলকোটের বাড়গ্রামের ৯ নম্বর বুথে মারধরে মাথা ফাটল তৃণমূল পোলিং এজেন্টের। বিজেপি কর্মীরা মারধর করে বলে অভিযোগ।

বেলা ১২.০৩: সকাল ১১টা রাজ্যে পর্যন্ত ৩৭.২৭ শতাংশ ভোট পড়েছে। নদিয়ায় ৩৮.১১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৪৯.৯৭ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩২.৮৮ শতাংশ ও পূর্ব বর্ধমানে সকাল ১১টা পর্যন্ত ৪১.০৪ শতাংশ ভোট পড়েছে।

সকাল ১১.৫৪: জগদ্দলের মেঘনা জুটমিল মজদুর ক্লাবের বুথে তৃণমূলের ৭ এজেন্টের খোঁজ মিলছে না বলে দাবি। বিজেপির হুমকির জেরেই ওই তৃণমূল এজেন্টরা বুথে আসেননি বলে দাবি তৃণমূলের। নির্বাচন কমিশনে অভিযোগ।

সকাল ১১.৪৭: চোপড়ার ৫৫ নং বুথে ২ ঘণ্টা ‘উধাও’ প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার চালাই চলে ভোটদান পর্ব। ওয়েব কাস্টিংয়ে ধরা পড়ল এই ঘটনা।

সকাল ১১.২৬: হালিশহরের কোনা কলোনিতে তৃণমূলকর্মী মাধব দাসের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনাস্থলে বীজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।

সকাল ১১.২৩: আমডাঙার রংমহলে বুথের ২০০ মিটার দূরত্বে তাজা বোমা উদ্ধার। এলাকায় উত্তেজনা৷ ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।

সকাল ১১.২১: আমডাঙার খুড়িগাছির কয়েকটি বুথে উত্তেজনা। আইএসএফ প্রার্থী জামালুদ্দিনের অভিযোগ, গ্রামবাসীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। তৃণমূলের দাবি, ‘‘ভোটগ্রহণ পর্ব চলছে শান্তিতপূর্ণভাবে’’।

সকাল ১১.০৭: দমদম উত্তরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তর্কাতর্কি বিজেপি কর্মীর। নিউ বারাকপুরে গিয়ে বাসিন্দাদের দেখে হাতজোড় করেন তন্ময়বাবু। তিনি নির্বাচন বিধি ভাঙছেন, ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলেন ওই বিজেপি কর্মী। তা নিয়েই তন্ময় ভট্টাচার্যের সঙ্গে বচসা বিজেপি কর্মীর।

সকাল ১০.৫২: বারাকপুরের লিচুবাগানে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। মারধরে পা ভাঙল বিজেপি কর্মীর। জমায়েত সরাতে পুলিশের লাঠিচার্জ।

সকাল ১০.৩৭: গলসির সুজাপুরে ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ৷ পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ভোটারদের বুথে নিয়ে আসেন৷

অজয়ের তীরে বালিয়াড়ির আড়ালে এখানেই দুষ্কৃতীরা জড়ো হয়েছে বলে দাবি৷

সকাল ১০.৩২: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৩৫ নম্বর বুথে পোলিং অফিসারের মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান! ব্যবস্থা না নিলে সব বুথে ‘জয় বাংলা’ বলার হুঁশিয়ারি বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। বিতর্কের মুখে পোলিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।

সকাল ১০.২৫: কেতুগ্রামের ৬৭,৬৮ ও ৬৯ নং বুথে ভোটারদের হুমকি, মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ১০.১০: বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহরের ১২ নং ওয়ার্ডে বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর। বিজেপি নেতাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। বাধা দিতে এলে বিজেপি নেতার বৃদ্ধা মা ও স্ত্রীকেও বেধড়ক মারধরের অভিযোগ। বাড়িতে লুঠপাটের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর। ‘বিজেপির গোষ্ঠী কোন্দলের জন্যই গন্ডগোল’, প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের৷

সকাল ১০.০৪: কেতুগ্রামের বামনদিঘিতে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে ইটবৃষ্টি। আতঙ্কে এলাকা ছাড়েন পুলিশকর্মীরা। পরে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসডিপিও। এলাকায় টহলদারি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

সকাল ১০: সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ১৭.১৯ শতাংশ ভোট পড়েছে। উত্তর দিনাজপুরে ১৮.৮৪ শতাংশ, নদিয়ায় ১৮.২০ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত ১৮.৯৩ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৯.৫৪: চোপড়ার খুনিয়া এলাকায় গত রাতে গুলি চালানোর অভিযোগ। বাইকে করে এসে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এক ভোটারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। আতঙ্কে এলাকার ভোটাররা। চোপড়ায় গুলি চলার দাবি ওড়াল নির্বাচন কমিশন।

সকাল ৯.৫০: খড়দহের বন্দিপুরে গ্রেফতার তৃণমূল নেতা৷ ভোটার, বুথ এজেন্টদের হুমকির অভিযোগে গ্রেফতার৷

সকাল ৯.৪৪: নদিয়ার চাপড়ার এলেমনগরে বুথ চত্বর থেকে গ্রেফতার সন্দেহভাজন। অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে গ্রেফতার৷ সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী৷

সকাল ৯.৪২: পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, গলসি, আউসগ্রাম বিধানসভার বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ। বিজেপি ও সংযুক্ত মোর্চার সিপিআইএমের দাবি, কেন্দ্রীয় বাহিনীকে আও বেশি তপর হওয়ার দাবি৷ বিরোধীদের অভিযোগ উড়িয়েছে শাসকদল।

সকাল ৯.৪০: আমডাঙায় আইএসএফ কর্মীদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসেন আইএসএফ প্রার্থী।

নিউ বারাকপুরে বুথ পরিদর্শনে সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

সকাল ৯.৩৯: উত্তপ্ত হয়েছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। ৩২টি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷

সকাল ৯.২৩: পূর্ব বর্ধমানের আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ‘৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব।’, পুলিশকে শাসানি তৃণমূল নেতা অরূপ মিদ্যার৷

সকাল ৯.১৮: বারাকপুরের লালকুঠিতে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীকে ঘিরে গো ব্যাক স্লোগান।

সকাল ৯.১৫: পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা। বুথের বাইরে বোমাবাজি দুষ্কৃতীদের। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি।

সকাল ৯.১০: খড়দহের কল্যাণনগরে বিজেপি এজেন্টকে ‘মারধর’, বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত।

করোনা বিধি মেনে কৃষ্ণনগরের একটি বুথে চলছে ভোটগ্রহণ পর্ব।

সকাল ৮.৪৫: আমডাঙার বইচগাছিতে আইএসএফ প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ৮.৩০: গলসির মনোহর সুজাপুর গ্রামে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধার অভিযোগ। ২১৩ ও ২১৪ নম্বর বুথে বিজেপি সমর্থকদের ভোট দিতে যাওয়ার পথে বাধার অভিযোগ। বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।

দমদম উত্তর বিধানসভার ৫৩ নং বুথে চলছে ভোটদান পর্ব৷

সকাল ৮.১২: হাবড়ার কইপুকুর এলাকায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অন্যত্র খুন করে দেহ ফেলে যায় দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে কিনা তদন্তে পুলিশ। ঘটনার রিপোর্ট তলব কমিশনের।

সকাল ৮.১০: উত্তর দিনাজপুরের চোপড়ায় গুলি চলার অভিযোগ। চোপড়ার খুনিয়ায় গত রাতে একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের।

ভোট দিলেন তৃ়ণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ।

সকাল ৮.০১: ভোটের আগে গত রাত থেকে উত্তপ্ত পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বোমা ফেটে জখম দুই তৃণমূল কর্মী। আহতরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। কাটোয়া থেকে লড়ছেন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সকাল ৮: চাপড়ার বড় আন্দুলিয়ায় বুথের বাইরে বেআইনি জমায়েত। লাঠি উঁচিয়ে তেড়ে গিয়ে জমায়েত সরাল পুলিশ।

কাঁচরাপাড়া পলিটেকনিক স্কুলে ভোট দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

সকাল ৭.৫৪: ভাটপাড়ায় ছেলে পবন সিংহকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কাঁচরাপাড়ায় বাড়ির কাছে বুথে ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায়। বারাকপুরে বুথে-বুথে ঘুরে ভোট পরিদর্শনে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।

সকাল ৭.৫১: বনগাঁ উত্তরে তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ক্যাম্প অপিস তৈরির সময় লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বনগাঁ পুর এলাকার ১০৭ নম্বর বুথ চত্বরের ঘটনা। আধাসেনার জওয়ানদের মারে দলের এক কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে দাবি শাসকদলের। এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকেও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ।

উত্তর দিনাজপুরের ৯টি আসনে চলছে ভোট গ্রহণ।

সকাল ৭.৪৫: উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ৯১ নং বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসকদল।

সকাল ৭.৩৯: কেতুগ্রামে সিপিএম এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পরে বাম প্রার্থীর হস্তক্ষেপে বুথে বসেন এজেন্ট।

ভাটপাড়ার ১৪৪ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

সকাল ৭.৩১: ভোট শুরু হতেই উত্তেজনা কাঁচরাপাড়ায়। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় বেধড়ক মারধরে মাথা ফাটল তৃণমূল নেতার। বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের।

সকাল ৭.২৫: দমদম উত্তরের পদ্মপুকুর এলাকায় বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।

করোনার প্রবল ভয় আছে। তার মধ্যেই নিউ বারাকপুর পুরসভা এলাকার একটি বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন।

সকাল ৭.১৬: উত্তর ২৪ পরগনার অশোকনগরে বিজেপি নেতাকে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭.০৮: আমডাঙার রাহানা এলাকায় গত রাতে ব্যাপক বোমাবাজি। পরপর ১০-১২টি বোমা ফাটায় দুষ্কৃতীরা। সকালেও এলাকায় বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের মনোবল ফেরাতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এলাকায় মোতায়েন পুলিশ।

সকাল ৭.০৫: ইটাহারের চূড়ামণি হাইস্কুলে ১৫৪ নং বুথের বাইরে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৬.৫৭: খড়দহের রুইয়া এলাকায় বিজেপি এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৬.৫০: ভাটপাড়ায় সকাল-সকাল মন্দিরে পুজো দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷

সকাল ৬.৪১: নবদ্বীপের রানির চড়ায় ৮ নং ওয়ার্ডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। আহত দু’পক্ষের বেশ কয়েকজন।

সকাল ৬.৩৮: দমদম উত্তরে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৭৬ ও ৭৭ নং বুথে এজেন্টকে ঢুকতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারের। পরে এজেন্টদের নিয়ে গিয়ে বুথে বসিয়েছেন বিজেপি প্রার্থী।

সকাল ৬.৩৪: নবদ্বীপে বিজেপির কার্যালয় ভাঙচুর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির অভিযোগ অস্বীকার শাসকদলের।

সকাল ৬.২৪: সকাল-সকাল নৈহাটির বুথে ভোটারদের লম্বা লাইন।

সকাল ৬.২২: ভোট শুরুর আগে উত্তর ২৪ পরগনার আমডাঙায় অশান্তি। বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার শাসকদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.