রাজ্যে প্রথম দফা লোকসভা নির্বাচনের দায়িত্ব সামলাবে ৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে থাকছে ২৯ কোম্পানি সিআরপিএফ। এই বাহিনীকে জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও থাকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বাহিনীর পুরোটাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে তৈরি।
রাজ্যে প্রথম দফায় ৩,৮৪৪টি বুথে ভোটগ্রহণ হবে। প্রতিটি বুথে নিরাপত্তার খাতিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চাইছেন ভোটকর্মীরা। কিন্তু, বাস্তবটা হল, এই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রতি বুথে তিন জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও দিতে পারবে না কমিশন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কোনও বুথকেই আলাদা ভাবে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেননি কমিশনের আধিকারিকরা। সেই কারণে, প্রতি বুথে দু’জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের ভাবনা রয়েছে কমিশনের।
পাশাপাশি, স্ট্রং রুমের পাহারায় কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর বাকি জওয়ানদের সেক্টর অফিসারদের আওতায় রাখা হবে। যাঁদের কাজ হবে, পরিস্থিতি অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে অবস্থা সামাল দেওয়া।