শাড়ি পড়ে ঢুকতে বাধা বসন্ত কুঞ্জের ঝাঁ চকচকে রেস্তোরাঁয় পরে ক্ষমা চাইলেন কর্ণধার

দিল্লির (Delhi) এক অভিজাত জায়গায় ঢুকতে গিয়ে বাধা পান এক দম্পতি। পোস্ট করা একটি ভিডিও থেকে দেখা যাচ্ছে একটি হোটেলে ঢোকার মুখেই দাঁড়িয়ে থাকা একজন কাউকে না ঢোকার কথা বলছেন। কিন্তু কেন ঢুকবেন না সেখানে? খুব ঠাণ্ডা মাথায় হোটেলের সেই কর্মী বলেন, এখানে জামা কাপড় পড়ে ঢোকা যাবে না। মহিলা আরেকবার জিজ্ঞাসা করলেও একই উত্তর দেয় সেই কর্মী ।

আশ্চর্যের কথা হল খাস দিল্লির বুকে ভারতীয় সংস্কৃতির গলা টিপে ধরা এই রেঁস্তোরাটি দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জের (Vasant Kunj of Delhi) এক অভিজাত মলে। নাম কিইলিন ও আইভি। যাকে আটকানো হয়েছিল তিনি দিল্লির এক কলেজের প্রিন্সিপাল সঙ্গীতা কে নাগ ।

তিনি এই বচসার ভিডিও করে মাইক্রো ব্লগিং মাধ্যমে সকলের সামনে আনেন। লেখেন,কীভাবে ভারতে ব্যবসা করা এক রেঁস্তোরা এখানকার ঐতিহ্যবাহী শাড়িকে অগ্রাহ্য করতে পারে? ১০ই মার্চ পোস্ট করা এই ভিডিওর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। প্রায় ১ লক্ষ ৭০হাজার মানুষ এই ভিডিও দেখেছেন এখনও সাড়ে সাত হাজার ছাড়িয়েছে লাইকের সংখ্যা ।

নেটিজেনদের প্রবল চাপে নিজেদের ভুল স্বীকার করে কর্ণধার লেখেন, যারা এই কাজ করেছেন তারা একেবারেই নবীশ ও অনভিজ্ঞ। তাদের বার কাম রেস্তোরাঁর সব কর্মীই ভীষণভাবে ভারতীয়। তাই এই ঘটনার দ্বারা কোন ভুল বার্তা যেন না পৌঁছয়। ক্ষমা প্রার্থী হলেও খাস অভিজাত দিল্লিতে (Delhi) এই স্মার্ট ক্যাজুয়াল পোশাকের ঠেলায় শাড়ির পিছিয়ে পড়ায় যথেষ্ট চিন্তার বলেই মনে করছেন আপামর দিল্লিবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.