রাজ্যে একদিনে মৃত ৮৭, অনেকটাই কমল সুস্থতার হারও, কোভিড গ্রাফে উদ্বেগ

গত কয়েকদিন ধরেই নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ আশা জাগাচ্ছে। শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই সংক্রমণ ক্রমশ কমে আসছে। তবে এদিন পশ্চিমবঙ্গের কোভিড বুলেটিনের ভাল খারাপ দুইই আছে।

দেখা যাচ্ছে, এদিন রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজারেই রয়েছে। একদিনে মোট ৫ হাজার ২৭৪ জন ভাইরাসে সংক্রমিত হয়েছেন। কিন্তু নেতিবাচক দিকটা হল, একদিনে অনেকটাই কমেছে সুস্থতার সংখ্যা।


বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বহুদিন পর পাঁচ থেকে চার অঙ্কে নেমে এসেছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন মোট ৫ হাজার ১৭০ জন। গতকাল পর্যন্তও এই সংখ্যা ছিল ১০ হাজারের উপরে।

তবে এদিন আরও কমেছে মৃত্যুর হার। একদিনে কোভিডের বলি হয়েছেন মাত্র ৮৭ জন। যা অনেকটাই চিন্তা কমাবে বিশেষজ্ঞদের। কারণ গত কয়েকদিন ধরেই বাংলায় সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা ছিল চোখে পড়ার মতো বেশি। ১০০-র নীচে কিছুতেই তা নামছিল না।

জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ হাজারের নীচে নেমে এসেছে। এই জেলায় একদিনে কোভিড আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন। ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪ জনের।

এছাড়া কলকাতার সংক্রমণ রয়েছে ৫০০-র নীচেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪৮৫ জন কলকাতাবাসী। এখানেও একদিনে মারা গেছেন ২৪ জন।

বাকি সব জেলাতেই সংক্রমণ রয়েছে হাজারের নীচে। যা আশাব্যঞ্জক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসার পিছনে কারণ হিসেবে সরকারি বিধিনিষেধকেই দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, বাংলায় কোভিড ঠেকাতে যে কার্যত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সফল হয়েছে অনেকাংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.