নাগরিকত্ব বিলের প্রতিবাদে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিনে যে ধরণের ঘটনা ঘটেছে তাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে রেলকে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচল । এছাড়াও রেলের উপরে হওয়া হামলায় ক্ষতি হয়েছে রেলেরও সম্পত্তিরও বিশেষজ্ঞরাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশী।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিনে যে ধরণের ঘটনা ঘটেছে তাতে বেশ সমস্যায় পড়তে হয়েছে রেলকে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন চলাচল । এছাড়াও রেলের উপরে হওয়া হামলায় ক্ষতি হয়েছে রেলেরও সম্পত্তিরও বিশেষজ্ঞরাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশী।

বিগত বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গাতেই চলছিল নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ। তবে গত এক সপ্তাহে প্রতিবাদ যেভাবে বেড়েছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষজন। তবে কেবলমাত্র স্টেশনে ভাঙচুর বা পাথর ছোড়াতেই থামেনি প্রতিবাদীরা। জ্বালিয়ে দেওয়া হয়েছে গোটা ট্রেন। আর তাঁর ফলে মনে করা হচ্ছে ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১০০ কোটি টাকায়।

শনিবারের পর রবিবারেও নাগরিক সংশোধনী আইন(সিএএ) বিরোধী আন্দোলন ঘিরে নতুন করে অশান্তি ছড়ায় রাজ্যে ৷ এদিন দক্ষিণ ২৪ পরগণার আক্রা এবং মুর্শিদাবাদের মণিগ্রাম এবং ফরাক্কা রেল স্টেশন চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ বাদ যায়নি বীরভূমের নলহাটি স্টেশনেও।

দক্ষিণ ২৪ পরগণার বজবজ শাখার আক্রা স্টেশনে আন্দোলনের নামে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় টিকিটঘরে। অগ্নিসংযোগ করা হয় ট্রেনেও। প্রায় তিন ঘণ্টা ধরে তছনছ করে দেওয়া হয় গোটা আক্রা স্টেশন চত্বর।

এছাড়াও রাজ্যজুড়ে আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে রবিবারও অবরুদ্ধ হয়ে পড়েছিল বিভিন্ন জায়গায় রেল পরিষেবা৷ দূরপাল্লার বিভিন্ন রুটের ট্রেনও বাতিল করা হয়। মালদহ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ,হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস,সাঁতরাগাছি-পুরী রূপসী বাংলা এক্সপ্রেস,হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন। বিলের বিরোধিতা করলেও তা যেন রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট না করে সে বিষয়ে নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশের তরফেও আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। কোনও ভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.