বিজেপির ডাকা ব্রিগেড সভায় যোগ দিতে যাওয়ার পথে খাতড়া পাম্প মোড়ে দু’টি বাস আটকে বিজেপি কর্মীদের মারধোর ও গাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার খাতড়া শহরের পাম্প মোড়ে।
বিজেপির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে রানিবাঁধ থেকে বেসরকারি বাস ভাড়া করে দলীয় কর্মী সমর্থকরা ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি খাতড়া পাম্প মোড়ে গাড়ি আটক করে লাঠি, পাথর দিয়ে ভাঙ্গচুর চালায়। এই ঘটনায় গাড়ির চালক সহ বেশ কিছু বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে কয়েক জন মহিলাও আছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির রাজ্য সহ সভাপতি ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার। তাঁর নেতৃত্বে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা খাতড়া থানায় বিক্ষোভ দেখান। ডাঃ সুভাষ সরকার স্পষ্টতই এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, শাসক দল ভয় পেয়েছে। জঙ্গল মহলে বিজেপির সাফল্য এভাবে আটকে রাখা যাবেনা। মানুষ বিজেপির সঙ্গে আছেন ও থাকবেন। একই সঙ্গে এই ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের গ্রেফতারের দাবিতেও সরব হন তিনি।