প্রয়াণের পর দ্বিতীয় জন্মবার্ষিকী, বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০১৮| ২০১৮ সালের ১৬ আগস্ট প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ী| ২৫ ডিসেম্বর (বুধবার) ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী| বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে তাঁর স্মৃতিসৌধ ‘সদাইভ অটল’-এ উপস্থিত হয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জন্মবার্ষিকীতে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ| প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী জন্মদিন ২৫ ডিসেম্বর| বেঁচে থাকলে এ বছর তিনি ৯৫-এ পা দিতেন| বর্ষশেষে দেশবাসী বারবার মনে করেছে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে| ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিওরে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী| দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০১৮ সালের ১৬ আগস্ট দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ জীবনাবসান হয়েছে বাজপেয়ীর| ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন দিয়ে রাজনীতিতে হাতেখড়ি অটলবিহারী বাজপেয়ীর| দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে বহু চড়াই-উতরাই পার করেছেন তিনি| ১০ বার লোকসভার সাংসদ ছিলেন| তিন বার প্রধানমন্ত্রী| তবে, প্রথম দু’বার নামমাত্র সময়ের জন্য| প্রথমে ১৩ দিন, তার পরে ১৩ মাস| এরপর ১৯৯৯ সাল থেকে পূর্ণ মেয়াদের জন্য| প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সাফল্যের খাতায় জ্বলজ্বল করছে পোখরান, সোনালি চর্তুর্ভুজ, দিল্লি-লাহোর বাসযাত্রা| তাঁর আমলেই ভারতীয় সেনার কার্গিলে ‘বিজয়’| তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, ছিলেন কবিও| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.