শ্রীলঙ্কায় হামলা করা সংগঠনের সাথে সাক্ষাত করেছিলেন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং! ২০১০ সালে মুসলিম কোটা ইস্যুতে করেছিলেন মিটিং?

২১ শে এপ্রিল শ্রীলঙ্কায় আতঙ্কবাদী হামলায় ৩০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহুজন আহত হয়েছেন। মৃত সংখ্যা আরো বাড়তে পারে কারণ বহু আহতের অবস্থা সঙ্কটজনক। শ্রীলঙ্কার এই হামলার পেছনে ইসলামিক সংগঠনের নাম এসেছে। ISIS ও তৌহিদ জামাত নামক ইসলামিক সংগঠনের নাম সামনে এসেছে। তৌহিদ জামাত নামক সংগঠন শুধুমাত্র শ্রীলঙ্কায় সক্রিয় নয়, ভারতেও এই সংগঠন সক্রিয়। ২০১০ সালে সোনিয়া গান্ধী এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং মুসলিমদের কোটা ইস্যুতে এই সংগঠনের সাথে দেখাও করেছিল।

মুসলিমদের ১০% সংরক্ষণ ইস্যুতে সোনিয়া গান্ধী(যার হাতে সরকারের আসল ক্ষমতা ছিল) এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১০ সালে এই ইসলামিক সংগঠনের সাথে সাক্ষাত করেছিলেন। আর এখন শ্রীলঙ্কার হামলায় এই আতঙ্কবাদী ইসলামিক সংগঠনের নাম সামনে এসেছে। শ্রীলঙ্কার সরকার এই সগঠনের কিছু আতঙ্কবাদীর নামও প্রকাশ করেছে যারা এই হামলার সাথে জড়িত ছিল।

জাহারান হাশমি এবং আবু মহম্মদ নামক দুই আতঙ্কবাদীর নাম সবথেকে সামনে এসেছে। এর মধ্যে জাহারান হাশমি একজন মৌলিবী তথা ইসলামিক ধৰ্মগুরু ছিল যার থেকে আতঙ্কবাদের তার পাকিস্থান অবধি পৌঁছে যাচ্ছে। সোজা কথায় এই আতঙ্কবাদী হামলায় পাকিস্তানেরও লিংক পাওয়া গেছে। আর এখন সোনিয়া গান্ধীর লিঙ্কও আতঙ্কবাদীদের সাথে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.