তামিলনাড়ুর পেরামবালুরের ঐতিহ্যবাহী উৎসবের সময় রথের চাকায় আগুন দিলো জেহাদিরা, উস্কে দিলো সংঘর্ষ, PFI ও কুখ্যাত মৌলবী পালানি বাবার ইন্ধনে ঝামেলা

দুই শতাব্দী প্রাচীন এই তামিলনাড়ুর পেরামবালুর রথ উৎসব ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনায় উস্কানি দিলো জেহাদিরা ।
এই উৎসবের সূচনা কেন্দ্র হচ্ছে তামিলনাড়ুর পেরামবালুরের কারাথুরের ধর্মপুরেশ্বর মন্দির ।

আরাধনার পর ঈশ্বরের নামে রথ বার করা হয় এই মন্দির থেকে ।
কিন্তু এতেই ঘোর আপত্তি স্থানীয় মুসলিমদের । সেখানে মুসলিম জনসংখ্যা ৪৫ % আর তাদের বক্তব্য কোনো ভাবেই এই এলাকায় হিন্দুদের রথ বার করা যাবেনা ।

এই ব্যাপারটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত যায় । আদালত রথ বার করার অনুমতি দিলেও শর্ত দেয় যে কোনো প্রকার হিন্দু স্তব পাঠ করা যাবেনা রথের শোভাযাত্রা চলাকালীন এমনকি ঠাকুরের রথও ফুল দিয়ে সাজানোও যাবেনা । হিন্দুরা আদালতের দেওয়া এই অবাস্তব ও অন্যায় প্রস্তাব মেনেও নেয়, কিন্তু তাতেও আপত্তি মুসলিমদের।

তারা রথ উৎসবের আগেরদিন রাতে রথের চাকায় আগুন দিয়ে দেয় ।
ব্যাস , তার পরেই শুরু হয়ে যায় সংঘর্ষ । দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয় ।

প্রসঙ্গত , এই রথ উৎসব নিয়ে তামিলনাড়ুর পেরামবালুরে এই ধরণের সংঘর্ষ শুরু হয় ১৯৫১ সাল থেকেই আর আজ ও সমাধান সূত্র বার করা যায় নি।

পুলিশের অনুমান এই গোটা ঘটনায় উস্কানি দিয়েছে কেরালা (Kerala) তথা তামিলনাড়ু (Tamilnadu) ও গোটা দক্ষিণ ভারতের অন্যতম জিহাদি সংগঠন পি এফ আই (P F I ও এরই সাথে স্থানীয় এক মৌলবী পালানি বাবা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.