জাতীয় পুরস্কার ঘোষণা : শ্রেষ্ঠ সিনেমা সুশান্ত সিং রাজপুতের ছিছোঁড়ে

ঘোষিত হল ৬৭ তম জাতীয় পুরস্কার। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষিত হল জাতীয় পুরস্কার। এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হল ২০১৯ সালের সম্মান প্রাপকদের। ২০২০ সালের মে মাসেই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের জেরে অনুষ্ঠান পিছিয়ে যায়।

বিজয়ীদের নামের তালিকা :

শ্রেষ্ঠ হিন্দি সিনেমা – ছিছোড়ে

শ্রেষ্ঠ বাংলা সিনেমা – গুমনামি

শ্রেষ্ঠ অসমিয়া সিনেমা – রোনুয়া হু নেভার সারেন্ডারস

শ্রেষ্ঠ এডিটিং ফিল্ম – জার্সি (তেলুগু)

শ্রেষ্ঠ স্ক্রিনপ্লে অ্যাডাপটেড  – গুমনামি

শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি – জাল্লিকাট্টু

শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা – বারদো

শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক – বি প্রাক

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী – পল্লবী জোশী

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা – বিজয় সেতুপতি

শ্রেষ্ঠ অভিনেত্রী  – কঙ্গনা রানাওয়াত (মণিকর্নিকা ও পাঙ্গা)

শ্রেষ্ঠ অভিনেতা — মনোজ বাজপেয়ী (ভোঁসলে), ধনুশ (তামিল)

শ্রেষ্ঠ ফিচার ফিল্ম – মারাক্কার লায়ন অফ দ্যা আরাবিয়ান সি

সিনেমা সহায়ক রাজ্য – সিকিম

সিনেমায় ব্যবহৃত সর্বশ্রেষ্ঠ বই – অশোক রাহানের লেখা মারাঠি বই The Man who Watches Cinema,  সঞ্জয় সুরির লেখা A Gandhian Affair: India’s Curious Portrayal of Love in Cinema, কন্নড় সিনেমায় ব্যবহৃত পি আর রামদাস নায়ডুর লেখা Jagathika Cinema

শ্রেষ্ঠ সিনেমা সমালোচক – সোহিনী চট্টোপাধ্যায়

শ্রেষ্ঠ নন ফিচার ফিল্ম বেস্ট ভয়েস ওভার বা ন্যারেশন – ওয়াইল্ড কর্ণাটকে স্যার ডেভিড অ্যাটেনবোরো

শ্রেষ্ঠ সম্পাদনা (নন ফিচার) – অর্জুন সারায়া

নন ফিচার ক্যাটাগরিতে ঘোষিত পুরস্কারের তালিকা 

অডিওগ্রাফি (মিউজিক্যাল) — রাধা

অন লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট  — রাহাস

শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি — সনসির জন্য সবিতা সিং

শ্রেষ্ঠ পরিচালনা — নক নক নক

পারিবারিক মূল্যবোধের শ্রেষ্ঠ সিনেমা – ওরু পাথিরা

শ্রেষ্ঠ শর্ট ফিকশন  — কাস্টডি

স্পেশাল জুরি অ্যাওয়ার্ড — স্মল স্কেল ভ্যালুস

শ্রেষ্ঠ অ্যানিমেশন — রাধা

শ্রেষ্ঠ ইনভেস্টিগেটিভ — জাক্কাল

শ্রেষ্ঠ এক্সপ্লোরেশন ফিল্ম — ওয়াইল্ড কর্ণাটক

শ্রেষ্ঠ শিক্ষামূলক সিনেমা — অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস

শ্রেষ্ঠ সামাজিক বিষয়ের সিনেমা – হোলি রাইটস (হিন্দি), লাডলি (হিন্দি)

শ্রেষ্ঠ পরিবেশমূলক সিনেমা — দ্যা স্ট্রক সেভিয়রস

শ্রেষ্ঠ প্রমোশনাল সিনেমা — দ্যা শাওয়ার

শ্রেষ্ঠ বায়োগ্রাফিকাল সিনেমা — এলিফ্যান্টস ডু রিমেমবার

শ্রেষ্ঠ এথনোগ্রাফিক ফিল্ম — চরণ আটভা

শ্রেষ্ঠ ডেব্যুউ নন ফিচার পরিচালক — খিসা

শ্রেষ্ঠ নন ফিচার ফিল্ম — অ্যান ইঞ্জিনিয়ারড ড্রিম

পরিচালক এন চন্দ্রার ঘোষিত পুরস্কার

স্পেশাল মেনশন : বিরিয়ানি (মালয়ালম), লতা ভগবান কারে (মারাঠি), পিকাসো (মারাঠি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.