জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে আটক ব্রাজিলিয়ান প্রাক্তন ফুটবল তারকা রোনিল্ডিনহো

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে (Paraguay) ঢুকে আটক ব্রাজিলিয়ান (Brazilian) প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডিনহো (Ronaldinho) ও তার এক দাদা | সে দেশের আভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশে পুলিশের হাতে ওই ব্রাজিলিয়ান ফুটবলারতার ভাই রবার্তো আসিসকে আটক করা হয় | অভিযোগ রবার্তো আসিস অনেকদিন ধরেই পুলিশ নিজেদের নজরে রেখেছিল| প্যারাগুয়ের রাজধানীর দুটি রিসর্টে হানা দিয়ে পুলিশ তাদেরকে আটক করে |

বুধবার প্যারাগুয়ের (Paraguay) রাজধানী থেকে আসানসিয়নের দক্ষিণে রিসর্ট ইয়চট ও গল্ফ ক্লাবে ছিলেন তারা দুজন | দুজনকে আটক করার পরেই স্থানীয় রেডিওর মাধ্যমে সেখানকার আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী বলেন ,তিনি যথেষ্ট সম্মান করেন বিশ্ব বরেণ্য এই ফুটবলারকে | কিন্তু তিনি যা করেছেন তা আইন-বিরুদ্ধ কাজ | বৃহস্পতিবার সকালে সাংবাদিক সম্মেলন করে পুলিশ জানায় রোনাল্ডিনহোর ভাই বার্সিলোনা দলের এজেন্ট আসিসকে এই অভিযোগের জন্য নজরে রাখছিল পুলিশ | বুধবার যখন তারা শিশুদের জন্য একটি চ্যারিটি শো করতে প্যারাগুয়েতে পা রাখেন তখনই তাদেরকে আটক করা হয় | শিশুদের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রোনাল্ডিনহোর জীবনীমূলক বইয়ের প্রচারে করার কথাও ছিল |

প্রসঙ্গত এই ব্রাজিলিয়ান (Brazilian) ফুটবল বারবারই তার অপকর্মের জন্য সংবাদ শিরোনামে আসছেন ২০১৮ সাল থেকে | ২০১৫ সালের কোর্ট কেসের কাগজ দেখাতে না পারায় যে অর্থদন্ড দেওয়ার কথা হয় , তা দিতে না পারায় ব্রাজিলিয়ার অথরিটিও তার বিদেশ ভ্রমণের যাবতীয় নথি আটক করে| তারপরেও পরিবেশ সংক্রান্ত একটি মামলায় তার বিদেশ ভ্রমণের উপর ১০ মাসের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করে| যার জেরে এত বড় জালিয়াতি বলে মনে করা হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.