Rahul Dravid, Border Gavaskar Trophy 2023: কিউরেটরের উপর বেজায় চটলেন ঠান্ডা মাথার রাহুল দ্রাবিড়! কিন্তু কেন?

বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) বল বাইশ গজে এখনও পড়েনি। এর আগেই প্রচারের কেন্দ্রে নাগপুরের (Nagpur) ভিসিএ স্টেডিয়ামের ?(VCA Stadium) ঘূর্ণি পিচ। অস্ট্রেলিয়া (Australia) তো শুরু থেকেই এই পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছে, এখন শোনা যাচ্ছে টিম ইন্ডিয়াও (Team India) নাকি এই পিচ নিয়ে একেবারেই খুশি নয়। অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নাকি বিরক্তি প্রকাশ করেছেন! সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সরাসরি পিচ নিয়ে মুখ না খুললেও নাকি এই পিচ নিয়ে ব্যাপক অসন্তুষ্ট।   

কিন্তু কেন কিউরেটর (Pitch Curator) অভিজিৎ পিপ্রোদের (Abhijeet Piprode) উপর বেজায় চটলেন ঠান্ডা মাথার দ্রাবিড়? বুধবার ভারতীয় দল ঐচ্ছিক অনুশীলন করতে মাঠে এসেছিল। মাঠে এসে দ্রাবিড় নাকি আবিস্কার করেন, পিচ একেবারে ন্যাড়া করে দেওয়া হয়েছে! তিন স্পিনারকে কাজে লাগানোর জন্য দ্রাবিড় প্রথম থেকেই ঘূর্ণি উইকেট চেয়েছিলেন। যদিও এখন টিম ইন্ডিয়ার কোচের পিচ দেখে মনে হয়েছে, ঘূর্ণি পিচ বানাতে গিয়ে কিউরেটর নাকি প্রচুর ক্র্যাক তৈরি করে ফেলেছেন! আর এতেই বেজায় চটলেন দ্রাবিড়। অনেকের মনে হচ্ছে ঘূর্ণি পিচ করতে গিয়ে সেটা বিরাট কোহলি-কে এল রাহুলদের কাছে বুমেরাং না হয়ে যায়! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.