T20 WC-এর ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বল হাতে দুরন্ত শাকিব, গড়লেন নয়া নজির

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশের শাকিব আল হাসান কিন্তু দারুণ ফর্মে রয়েছে। কখনও ব্যাট হাতে, আবার কখনও বল হাতে তিনি আগুন ঝড়াচ্ছেন। বৃহস্পতিবার যেমন  পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ব্য়াট এবং বল হাতে আগুন ঝড়ালেন শাকিব। গড়ে ফেললেন নতুন নজিরও।

পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে শাকিব ৩৭ বলে ৪৬ রান করার পাশাপাশি ৪ ওভার বল করে ৯ রান দিয়ে ৪ উইকেটও নেন। বোলিং অ্যাভারেজ দুরন্ত। তবে এই মরশুমে টি-টোয়েন্টি ক্রিকেটে একই বোলিং পরিসংখ্যান রয়েছে শাকিবের নামের পাশে। মাস দুয়েক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শাকিব।ট্রেন্ডিং স্টোরিজ

এর আগে একই রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের ইশ সোধির। সোধি ২০২১ সালেই দু’বার ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। নামিবিয়ার জেজে স্মিথ আবার ২০১৯ সালে দু’বার ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি ২০১৪ সালে দু’বার ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এঁদের মধ্য শাকিবের অ্যাভারেজই সবচেয়ে ভাল। 

শাকিবের দুরন্ত পারফরম্যান্সের উপর ভর করেই বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। অন্য ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে যায় ওমান। স্বভাবতই সহজ অঙ্কের হিসেবে গ্রুপ -বি-র দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে পৌঁছে যান শাকিবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.