ICC Under 19 World Cup 2022: হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের শুরুটা ভালো হল না। হার দিয়েই শুরু হল বিশ্বকাপ অভিযান। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাটিং করে বাংলাদেশ দল ৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান সংগ্রহ করে। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ব্রিটিশরা ৭ উইকেটে জয় নিশ্চিত করে। মাত্র ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের তরুণরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্কোরবোর্ডে বেশি রান ওঠেনি। টপ অর্ডার-মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতার পর শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল দলের স্কোরকে ৯৭ নিয়ে যান। রিপন যদি ব্যাটে হাল না ধরত তাহলে ৫১ রানেই অলআউট হয়ে যেতে পারতো বাংলাদেশ! শেষ পর্যন্ত দশম উইকেটে রিপন মণ্ডল ও নাঈমুর রহমানের ৪৬ রানের জুটিতে বাংলাদেশ ৩৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ রান তোলে। ইংলিশ বোলাদের মধ্যে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন জোশুয়া বয়ডেন। ৯ ওভারে ১৬ রান খরচ করে এই পেসার নিয়েছেন চারটি উইকেট। এছাড়া থমাস অ্যাসপিনওয়াল নিয়েছেন দুটি উইকেট।ট্রেন্ডিং স্টোরিজ

৯৮ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ধীরস্থির ভাবে খেলতে থাকেন ইংলিশ ব্যাটাররা। বাংলাদেশের বোলাররা ১৫ ওভারে ২ উইকেট তুলে নিয়ে ভালোই চেপে ধরেছিল ইংলিশ ব্যাটারদের। শেষ পর্যন্ত অবশ্য সেই চাপ অব্যহত রাখতে পারেননি। ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংলিশ ওপেনার জ্যাকব বেটেলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস। এছাড়া জেমস রয় খেলেন অপরাজিত ২৬ রানের ইনিংস। এরপরে ২০ জানুয়ারি কানাডার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশের অনুর্ধ্ব ১৯ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.