‘ও সেরা বিকল্প’, খোলাখুলি অধিনায়ক রোহিতের ‘পাশে’ সৌরভ, আশাবাদী ভালো ফলাফল নিয়েও

অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উপর পুরো ভরসা আছে। স্পষ্টভাবে জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শেষ চার-পাঁচ বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সবথেকে খারাপ’ খেলার পর রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

সাংবাদিক বোরিয়া মজুমদারের ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে (যে অনুষ্ঠান সম্ভবত একদিনের ক্রিকেটে বিরাট কোহলির অধিনায়কত্ব যাওয়ার আগেই হয়েছিল) সৌরভ বলেন, ‘অধিনায়ক হিসেবে ও (রোহিত) যেটা করেছে, তাতে ও এই জায়গা পাওয়ার যোগ্য। মুম্বইয়ের হয়ে পাঁচটি খেতাব এবং ডেকান চার্জাসের (বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ) হয়ে খেতাব জয় থেকেই বোঝা যায় যে চাপের মুখে ওর দক্ষতা কতটা। যখন বিরাট সিদ্ধান্ত নেয় যে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক থাকতে চায় না, তখন ও (রোহিত) সম্ভবত সেরা বিকল্প ছিল। ও ভালোভাবে শুরু করেছে। আশা করছি, চলতি বছর যা ফলাফল হয়েছে, তার থেকে আগামী বছর বিশ্বকাপে ভালো ফল মিলবে।’ট্রেন্ডিং স্টোরিজ

তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে একেবারে হতাশ হয়ে পড়েছেন সৌরভ। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৯ সালের বিশ্বকাপে ভারত ভালো খেলেছিল। ২০১৯ সালে আমরা দুর্দান্ত খেলেছিলাম। কিন্তু একটা খারাপ দিনের জন্য আমাদের দু’মাসের পরিশ্রম জলে গিয়েছিল। এই বিশ্বকাপে (এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ) যেভাবে আমরা খেলেছি, তাতে আমি হতাশ। গত চার-পাঁচ বছরে সবথেকে খারাপ খেলেছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমি জানি না যে কী হয়েছিল। আমার মনে হয়, আমরা ঠিক স্বাধীনভাবে খেলিনি। কখনও কখনও আপনি থমকে যান। আমাদের যা ক্ষমতা, তার মাত্র ১৫ শতাংশে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা খেলেছি। আশা করছি, সেখান থেকে আমরা শিক্ষা নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.