একটি সেক্যুলার দেশে কেন ও কি জন্যে ভিন্ন আইন থাকবে?দেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করার দাবি জোরদার হচ্ছে ক্রমশ, এলাহাবাদ হাই কোর্ট এবার অভিন্ন দেওয়ানী বিধি লাগু করার জন্য বললো কেন্দ্রীয় সরকারকে

একটি সেক্যুলার দেশে কেন ও কি জন্যে ভিন্ন আইন থাকবে?

এবার এলাহাবাদ হাই কোর্ট আবার ও ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানী বিধি লাগু করার জন্য বললো কেন্দ্রীয় সরকারকে।

কোর্টের মতে সংবিধানের ৪৪ (Article 44) ধারার অন্তর্গত ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানী বিধি লাগু করার পথে এগোনো উচিত কেন্দ্রীয় সরকারের।
একটি প্যানেল (Panel) তৈরী করার পরামর্শও দিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।

কোর্ট আরো জানিয়েছে যে বিচ্ছিন্নবাদ রুখতে ও দেশের একতা ও সার্ভভৌমত্ব বজায় রাখতে অভিন্ন দেওয়ানী বিধির কোনো বিকল্প হয় না।

ইউনিফর্ম সিভিল কোড চাল করার পক্ষে দেশজুড়ে দাবি উঠছে। ইতিপূর্বে, কর্ণাটকের মন্ত্রী সি টি রবি এর পক্ষে সুর ছড়িয়েছেন। তিনি বলেছেন এখনই উপযুক্ত সময় দেশে এই আইন বোলবোট করা হোক।

“আমি অবশ্যই বলবো যে দেরি না করে অবিলম্বে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা উচিত। এক দেশে বসবাসকারী সবার একই আইন মানা উচিত। এটাই পৃথিবীর সভ্য দেশগুলোতে হয়,” রবি বলেন।

তিনি আরো বলেন দেশের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আগে ভারত মাতা কি জয় বলতে বিরোধী দলের লোকেরা কুন্ঠাবোধ করতো এখন তাদের মধ্যে অনেকে বলছে। অনেকে আবার বন্দে মাতরম ও বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.