1/5দামি, উন্নত গুণমানের ভারতীয় চা। আর তাতেই আমদানি করা সস্তার, নিম্নমানের চা পাতা মেশানো। ‘ব্লেন্ডিং’-এর নামে এই মুনাফার পথ নতুন নয়। এবার এর বিরুদ্ধেই কড়া হল কেন্দ্র। দার্জিলিং, কাংড়া, আসাম (অর্থোডক্স) এবং নীলগিরির (অর্থোডক্স) মতো ভারতীয় চায়ের সঙ্গে নিকৃষ্ট বিদেশি চা মেশানোর বিরুদ্ধে পদক্ষেপ নিল টি বোর্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)



