পাকিস্তান থেকে টাকা ঢুকছে জঙ্গি তহবিলে, এনআইএর নিশানায় জম্মু ও কাশ্মীরের এনজিওগুলো; চলছে উপত্যকাজুড়ে ব্যাপক ধরপাকড়

সন্ত্রাসবাদীদের টাকার উৎসের অনুসন্ধানের জন্য পুরো জম্মু ও কাশ্মীরজুড়ে চলছে এন আই এর হানা। একটি বা দুটো জায়গা নয় , জম্মু ও কাশ্মীরের ৫৬ টি জায়গায় হানা দিয়েছে এন আই এ(NIA)। উদ্দেশ্য একটাই , সন্ত্রাসবাদীদের ফান্ড এর উৎস সন্ধান করা।
মোট ১৪ টি জেলাতে হানা দেয় এন আই এ। এই জেলাগুলি হলো শ্রীনগর, বুদ্গম , গন্ধেরবাল , বারামুলা , কুপওরা , বান্দিপোরা , অনন্তনাগ , শোপিয়ান , পুলবামা , কুলগাম , রামবান , ডোডা , কিস্টওয়ার ও রাজৌরি। এন আই এ এর তরফে জানানো হয় যে বিভিন্ন এন জি ও(NGO) র মাধ্যমে পাকিস্তান(Pakistan) সহ বিভিন্ন দেশ থেকে ফান্ড ঢুকতো হিজবুল মুজাহিদীন ও লস্করে তাইবার মতো জঙ্গি সংগঠনে। ফালাহ-এ-আম (Falah-e-Am) নামক একটি ট্রাস্টের অফিসেও হানা দেয় এন আই এ। জানা যায় যে ওই ট্রাস্টের মাধ্যমে প্রচুর ফান্ড ঢুকতো জামাত-উল মুজাহিদীন জঙ্গি সংগঠনের তহবিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.