এখন ভোট হলে ৪০০-রও বেশি আসন পাবেন মোদী: যশবন্ত সিনহা

তাঁর মুখ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা ছাড়া বিশেষ কিছু শোনা যায় না৷ প্রায়ই মোদী সরকারের নিন্দা উঠে আসে তাঁর বক্তব্যে৷ এহেন কট্টর মোদী সমালোচক যখন কেন্দ্রের বিজেপি সরকারের কোনও কাজের ঘুরিয়ে হলেও প্রশংসা করেন, তখন তা খবর বইকী৷

যশবন্ত সিনহা৷ মোদী সমালোচক হিসেবেই বেশ পরিচিত তিনি৷ তাঁর বক্তব্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার একেবারেই রাজনৈতিক চাল৷ এর সঙ্গে কাশ্মীরের মানুষের ভালো মন্দ জড়িয়ে নেই৷ কাশ্মীর বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার৷

দেশের প্রাক্তন এই অর্থমন্ত্রীর মতে, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিজেপির অনুকূলে আনার জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এই ধরণের আচমকা সিদ্ধান্ত উপত্যকায় একটা অশান্তি ছড়াবে৷ যা সেই রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে একেবারেই শুভ নয়৷

প্রাক্তন অর্থমন্ত্রীর দাবি, এখনই যদি দেশে লোকসভা নির্বাচনের ব্যবস্থা করা যায়, তবে ৩৭০ ধারার অবলুপ্তির পূর্ণ ফায়দা তুলতে পারবে মোদী সরকার৷ তারা ৪০০-রও বেশি আসন পাবে দেশ জুড়ে৷ কারণ গোটা দেশই এখন এই সিদ্ধান্তকে সমর্থন করছে৷ ১৯৮৪ সালের রাজীব গান্ধীর পাওয়া ৪০০ আসনের রেকর্ড ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে মোদীর সামনে৷

সোমবার ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হওয়ায় কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ নির্মূল হবে বলে বিরোধীদের সমালোচনার জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩৭০ ধারা বাতিলের সমর্থনে রাজ্যসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে খুব শিগগিরই হাসবে কাশ্মীর। দ্রুত কাশ্মীরের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে বলেও এ দিন রাজ্যসভায় দাবি করেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেও তা বিশেষ লাভজনক হবে না বলেও জানান তিনি। সবশেষে বিরোধীদের কাছে সরকারের ৩৭০, ৩৫ এ ধারা বাতিল এবং জম্মু কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার প্রস্তাবে আনা বিল সমর্থনের আবেদন জানিয়েছেন তিনি। বিরোধীদের কটাক্ষ করে অমিত শাহ দাবি করেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছিল বলেই এই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে মোদী সরকার।

এদিন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, উন্নয়নের জন্যই কাশ্মীরের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার৷ এবার আক্ষরিক অর্থেই জম্মু কাশ্মীর ভারতের অংশ বলে উল্লেখিত থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.