বাইশ গজে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পুরস্কার পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা৷ অর্জুন পুরস্কারের জন্য শনিবার মনোনীত হলেন টিম ইন্ডিয়ার পেসার জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা৷ এছাড়াও অর্জুনের জন্য মনোনীত হয়েছেন টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার পুনম যাদব৷

এদিন দিল্লিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশের জেনারেল ম্যানেজার সাবা করিম৷ এই চার ক্রিকেটারের নামই প্রস্তাব দেন জিএম৷ বোর্ডের এক সিনিয়র আধিকারিক জানান, ‘অর্জুন পুরস্কার দেওয়া হয় সিনিরিটি অনুযায়ী৷ করিমের উপস্থিতিতে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বেছে নেওয়া হয়৷

এবার অবশ্য কোনও ব্যাটসম্যান অর্জুনের জন্য মনোনীত হয়নি৷ দেশের হয়ে ৩৪টি টেস্ট, ১৪টি ওয়ান ডে এবং ২৭টি টি-২০ ম্যাচ খেলা লোকেশ রাহুলের অর্জুন পুরস্কার না-পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ সম্প্রতি কফি উইথ করণে মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কি মনোনয়ন পেলেন না টিম ইন্ডিয়ার ডানহাতি ব্যাটসম্যান৷ এ প্রসঙ্গে বোর্ডের ওই আধিকারিকের বক্তব্য, ‘এটি টেকনিক্যালি বিষয়৷ তবে অমবাডসম্যানের তরফে ক্লিনচিট পাওয়ার পর রাহুলের এই পুরস্কার না-পাওয়ার কোনও কারণ নেই৷ তবে হ্যা, সময়টা নিয়ে বিতর্ক দেখা দিতে পারে৷’

তবে নিয়মানুযায়ী পুরস্কারে মনোনয়নের জন্য ক্রীড়াবিদদের শুধু পারফর্ম করলেই হয় না৷ চার বছর ধরে আন্তর্জাতিক স্তরে ভালো পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, স্পোর্টসম্যানশিপ এবং নিয়মানুবর্তিতা হওয়া দরকার৷ এ পর্যন্ত ৫৩ জন ক্রিকেটার অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছে৷ প্রথম এই পুরস্কার পেয়েছিলেন ১৯৬১ সালে সেলিম দুরানি৷ যিনি ভারতীয় ক্রিকেটে হুক মাস্টার বলে পরিচিত ছিলেন৷ আর শেষ অর্জুন পেয়েছেন৷ ভারতীয় মহিলা দলের ক্রিকেটার স্মৃতি মন্ধনা৷ গত বছর অর্জুন পুরস্কার পেয়েছেন স্মৃতি৷

এদিনের সভায় চার ক্রিকেটারের নাম প্রস্তাব দেন করিম৷ এদের মধ্যে বুমরাহ হলেন সম্প্রতি ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার৷ আসন্ন ২০১৯ বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ৷ ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলা বিশ্বকাপে ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবেন বুমরাহ৷ মহম্মদ শামিও ভারতীয় পেস বোলিংয়ে অন্যতম সদস্য৷ সম্প্রতি জাতীয় দলে সফল প্রত্যাবর্তনের পর বিশ্বকাপের দলেও শামিকে রাখেন নির্বাচকরা৷ আর বিশ্বকাপে ১৫ জনের চূড়ান্ত দলে থাকা জাদেজাকেও সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য অর্জুনের জন্য মনোনীত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.