1/5সম্প্রতি ব্রিটেনে ছাড়পত্র পেয়েছে ‘মলনুপিরাভির’। এটিই কোভিড চিকিত্সার জন্য বিশ্বের প্রথম অ্যান্টি-কোভিড পিল। সেই মলনুপিরাভিরের ক্লিনিকাল ডেটা পর্যালোচনা করছেন ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের(DCGI) বিশেষজ্ঞরা। অর্থাত্ সবুজ সংকেত মিললেই ভারতের বাজারে এসে যাবে এই অ্যান্টি-কোভিড ক্যাপসুল। ছবি : রয়টার্স


