নাগলোকের পুষ্প নাগলিঙ্গম
চিত্ততলে যে নাগবালা ছড়িয়ে ছিঁড়ে কেশের কেশর কাঁদছে—–অফুরন্ত অশ্রুধারা সহস্রবার নাসার বেশর বাঁধছে ;মানিক-হারা পাগল-পারা যে বেদনা বাজছে তাহার বক্ষে, পলে-পলে পলক বেয়ে অলক ছেয়ে ঝরছে যাহা চক্ষে ; দুঃখে-ভাঙা বক্ষে যাহা নিশ্বসিয়া সকাল-সাঁঝে টুটছে—- মহাকালের সোপানতলে নাগকেশরের ফুল হয়ে তাই ফুটছে ! শোনা যায়, নাগলিঙ্গম গাছে যখন ফুল ফোটেRead More →