“মন্বন্তরে মরিনি আমরা, মারী নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিষে অমৃতের টীকা পরি।”
হ্যাঁ , করোনার অতিমারীতে ভারত সহ বিশ্ব বিধ্বস্ত। কিন্তু অতমারীর সঙ্গে লড়াইয়ের ময়দানে ভারত সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ। ভারত হোক করোনার বিরুদ্ধে লড়াইয়ে সজাগতা থেকে সফলতায় উত্তীর্ণ হওয়ার একটি দৃষ্টান্ত স্বরূপ। সেই অতিমারী “করোনা সংক্রমণ কাল : সজাগ থেকে সাফল্য” এই বিষয়ে শ্ৰী যোগী আদিত্য নাথ ২৪ শে মে ২০২০ বিকাল ৪.৩০ টার সময় (24th May 2020, Sunday at 4:30 p.m.) RITAM-এ LiVE। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হিতেশ শঙ্কর (সম্পাদক, পাঞ্চজন্য), বিপিডিএল-এর এমডি অরুণ গোয়েল এবং প্রফুল্ল কেতকর ( সম্পাদক, অর্গানাইজার) ।
আপনাদের সকলকে অনুরোধ আপনারা এখান থেকেই শ্ৰী যোগীজীর বক্তব্য শুনুন ও সভায় উপস্থিত থাকুন লাইভ।
Bharat Mata ki Jai
Jai Shree Ram