WATCH | Shah Rukh Khan-Virat Kohli | IPL 2025: কোহলির জন্য গভীর রাতেও জাগতেন শাহরুখ! ইডেন দেখল দুই রাজার নাচ, শুনল অজানা গল্প…

আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(KKR vs RCB IPL 2025)। শনিবার সন্ধে ৬টা থেকে ৭টা পর্যন্ত ছিল দেখার মতো উদ্বোধনী অনুষ্ঠান (IPL 2025 Opening Ceremony)। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সুরের সাগরে ডোবার সঙ্গেই দিশা পাটানির (Disha Patani) আগুনে সেঁকার সুযোগ পেলেন কলকাতাবাসী। পঞ্জাবি জনপ্রিয় গায়ক করণ আউজলাও (Karan Aujla) মঞ্চ মাতিয়ে দিলেন। তবে সব আলো কেড়ে নিলেন দুই কিং। একজন বলিউডের, অপরজন বাইশ গজের। বুঝতেই পারছেন কথা হচ্ছে শাহরুখ খান ও বিরাট কোহলিকে নিয়ে (Shah Rukh Khan-Virat Kohli)।

এদিন কোহলিকে মঞ্চে ডেকে তাঁর ভূয়সী প্রশংসা করেন শাহরুখ। তিনি বলেন, ‘বিরাটই একমাত্র খেলোয়াড়, যে ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার দিন থেকে শুধু একটি দলের হয়েই খেলেছে, সেটা আরসিবি। বিরাট আইপিএলের ওজি জেনারেশন ওল্ড। কোহলি আমাদের বিরাট অনুপ্রেরণা; এমনকী আমি ওর অনূর্ধ্ব-১৯ দলের খেলার সময় থেকেই ওর সঙ্গে আছি। ওর ব্যাটিং দেখার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম। ওর পাশে থাকতে পেরে ভাগ্যবান।’ এর সঙ্গেই কিং খান কোহলিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আচ্ছা বিরাট তুমি কি মনে করো যে, আইপিএল আগামী দিনেও এতটা অসাধারণ হবে, সোনালি প্রজন্মও তোমাদের মতো জ্বলজ্বল করবে নাকি সাহসী প্রজন্মের এই খেলায় আরও বূহত্তর এবং দ্রুত প্রভাব ফেলতে শুরু করবে?’ 

https://platform.twitter.com/embed/Tweet.html?creatorScreenName=zee24ghanta&dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1903440415686295768&lang=bn&origin=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fsports%2Fshah-rukh-khan-and-virat-kohli-steals-limelight-in-ipl-2025-opening-ceremony_574290.html&sessionId=01a3419fe2d55d4315cf20e4d4b477b692528c8b&siteScreenName=zee24ghanta&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

কোহলি উত্তরে বলেন, ‘এই সাহসী প্রজন্ম খুব জোরাল ভাবে উঠে আসছে, কিন্তু পুরনো প্রজন্ম এখনও এখানে আছে, তারা কিন্তু প্রভাব ফেলবে। তারা প্রস্তুত, আশা করি আগামী বছরগুলিতে এই সমস্ত প্রিয় ভক্তদের আরও স্মৃতি তৈরি হবে। এদিন শাহরুখের অনুরোধে কোহলি ‘ঝুমে ঝো পাঠান’ গানেও নেচে মাতিয়ে দিলেন। সেই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায়। কোহলিকে এদিন বিসিসিআই প্রেসিডেন্ট ১৮ লেখা বিশেষ স্মারকও তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.