ম্যাচ শেষে প্রকাশ্যেই বাগদত্তাকে চুম্বন কুর্তোয়ার, বিতর্কের মুখে বেলজিয়ামের গোলকিপার

কাতারের (Qatar World Cup) মাটিতে প্রকাশ্যে চুম্বন নিষিদ্ধ। নারী-পুরুষ যদি প্রকাশ্যে চুম্বন করেন, তাহলে কড়া শাস্তির মুখে পড়তে হবে ওই যুগলকে। এমনকি কাতার থেকে তাঁদের বেরও করে দেওয়া হতে পারে। এত সমস্যা মাথায় করেও ম্যাচের পরে চুম্বন করেন বেলজিয়ামের গোলকিপার থিবাও কুর্তোয়া (Thibaut Courtois) ও তাঁর বাগদত্তা। কানাডার (Canada vs Belgium) বিরুদ্ধে জয় উদযাপন করতেই গিয়েই আবেগপ্রবণ হয়ে পড়েন দু’জনে। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে বেলজিয়াম ভক্তদের মনে প্রশ্ন জাগছে, এর ফলে কি শাস্তির মুখে পড়তে হবে তারকা গোলকিপারকে?

ফেভারিট দল হয়েও কানাডার বিরুদ্ধে যথেষ্ট পরিশ্রম করে জিততে হয়েছে বেলজিয়ামকে। ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল কানাডা। কিন্তু প্রাক্তন সতীর্থ আলফান্সো ডেভিসের শট সহজেই আটকে দেন কুর্তোয়া। তারপরে গোল লক্ষ্য করে একাধিক শট মারে কানাডা। কিন্তু সুপার ম্যানের মতোই সেই শটগুলি বাঁচান কুর্তোয়া। বিশেষজ্ঞদের মতে, গোলকিপারের কারণেই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে বেলজিয়াম। মিচি বাৎসুয়াইর গোলে কোনও মতে ম্যাচ জেতেন কেভিন দি ব্রুইনরা।

ম্যাচের শুরুতেই থিবাওর পেনাল্টি বাঁচানোর ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন মিশেল জার্জিগ। ক্যাপশনে লেখেন, “মাই কিং। তোমার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” ম্যাচের পরেই সটান গ্যালারিতে উঠে পড়েন থিবাও। সেখান থেকেই হবু স্বামীর জন্য গলা ফাটাচ্ছিলেন মিশেল জার্জিগ। ম্যাচ জয়ের খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। তারপরেই গভীর চুম্বন। সকলের ক্যামেরায় ধরা পড়ে ভালবাসার এহেন সুন্দর মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.