দেখে নিন এক নজরে: কলকাতার সেরার সেরা পুজোগুলি

আজকের দিনে ঘোষণা করা হল ‘কলকাতা শ্রী’ শারদ সম্মান। এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ দেবাশীষ কুমার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। মেয়র ফিরহাদ হাকিম বলেন, গত কয়েক বছরের মতো এ বছরও আমরা কলকাতা পুরসভার অন্তর্গত সেরা পুজোগুলিকে ‘কলকাতা শ্রী’ সম্মান প্রদান করব। এবছর এই তালিকায় রয়েছে ৯৯ টি পুজো কমিটির নাম। এর মধ্যে মেয়রের চয়েসের মধ্যে ৬৩টি পুজো কমিটি।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পুজোমণ্ডপ রয়েছে সেরার তালিকায়:

সেরার সেরা:

১) সুরুচি সংঘ
২) নাকতলা উদয়ন সংঘ
৩) টালা পার্ক প্রত্যয়
৪) এস বি পার্ক, ঠাকুরপুকুর

সেরা পুজো:

১) কাশি বোস লেন
২) রাজডাঙ্গা নবোদয় সংঘ
৩) সমাজসেবী সংঘ
৪) হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব

সেরা প্রতিমা:

১) অজেয় সংঘতি
২) চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব
৩) গৌরীবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব
৪) বড়িশা ক্লাব

সেরা শৈল্পিক উৎকর্ষ:

১) সাউথ এভিনিউ
২) ৪১ পল্লী ক্লাব
৩) কালীঘাট মিলন সংঘ
৪) বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন

সেরা বিষয়:

১) আশার সার্বজনীন দুর্গোৎসব সমিতি
২) গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব
৩) নর্থ ত্রিধারা
৪) হাজরা পার্ক

সেরা আলোকসজ্জা:

১) একডালিয়া এভারগ্রিন ক্লাব
২) ২৫ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি
৩) চালতাবাগান
৪) হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি

সেরা পরিবেশ:

১) বেলেঘাটা 33 পল্লী
২) বোসপুকুর শীতলা মন্দির
৩) আলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি
৪) দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গোৎসব কমিটি

সেরা পুজো:

১) ৬৬ পল্লী ক্লাব
২) বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব
৩) যোধপুর পার্ক
৪) শিবমন্দির সার্বজনীন দুর্গোৎসব

সেরা সম্ভাবনা:

১) মুদিয়ালি ক্লাব
২) ২১ পল্লী
৩) গোলমঠ দুর্গাপূজা কমিটি
৪) বাঘাযতীন বি ওসি ব্লক

কলকাতা পুরসভার অন্তর্গত এই সেরা পুজোগুলো বেছে নিয়েছেন বিচারক মন্ডলীর একটি কমিটি। এই কমিটিতে ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নাট্যকার দেবশংকর হালদার, সংগীত শিল্পী পন্ডিত অজয় চক্রবর্তী, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, বাচিক শিল্পী শ্রীমতী প্রণতি ঠাকুর ছাড়াও ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। যেহেতু এই সম্মান প্রদান করবে কলকাতা পুরসভা। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মেয়র ও মেয়র পারিষদের কোনো পুজোকেই এই তালিকায় রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.