রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অভূতপূর্ব আয়োজন করছে আরএসএস
ভারতের জাতীয় সম্মান রাম মন্দির তৈরীতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছিল সঙ্ঘ পরিবার! এবার তার উদ্বোধন উপলক্ষেও এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে তারা।
ভারত জুড়ে ৪৫টি আঞ্চলিক ইউনিট থেকে আরএসএস এর বিভিন্ন সহযোগীদের প্রতিনিধিত্বকারী প্রায় এক হাজার স্বয়ংসেবক জনগণের কাছে “অক্ষত” (পবিত্র নৈবেদ্য) বিতরণ করতে তাদের বাড়ির দরজায় যাবে। এবং অনুরোধ করবে উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় রাখতে তারা যেন তাদের নিকটতম মন্দিরে রাম মন্দিরের উদ্বোধন উদযাপন করে। উল্লেখ্য যে ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে।
আরএসএস, ভিএইচপি এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নেতারা তাদের নিজ নিজ প্রান্ত (প্রাদেশিক) ইউনিটে বিজেপি সহ তাদের সহযোগী সংগঠনগুলির সাথে সমন্বয় বৈঠক শুরু করেছেন। এই ধরনের সভা সম্প্রতি কাশী, অবধ, ব্রজ, মিরাট প্রন্ত (উত্তর প্রদেশে) এবং উত্তরাখণ্ড প্রান্তে আয়োজিত হয়েছে।
রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং ভিএইচপি-র আন্তর্জাতিক সহ-সভাপতি চম্পত রাই ২৯শে অক্টোবর বারাণসীতে কাশী প্রন্তের একটি সভার আয়োজন করেছিলেন।
একইভাবে ট্রাস্টের একজন সদস্য অনিল মিশ্র এই সপ্তাহের শুরুর দিকে লখনউতে অযোধ্যা প্রান্ত সভার আয়োজন করেছিলেন। আবার ভিএইচপির এক বরিষ্ঠ কার্যকর্তার নেতৃত্বে উত্তরাখণ্ড প্রান্ত সভার আয়োজন করা হয়েছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকার দিতে গিয়ে একজন আরএসএস কার্যকর্তা বলেছেন‚ “যেহেতু বিশিষ্ট মন্দিরগুলি উত্তরাখণ্ড জুড়ে অবস্থিত, তাই ২২শে জানুয়ারী এই মন্দিরগুলিতে অক্ষত বিতরণ, পূজার আয়োজন এবং লাইভ-স্ট্রিমিং (উদ্বোধনী অনুষ্ঠানের) জন্য আমাদের ১০০০ এরও বেশি কার্যকর্তা লাগবে।”
রবিবার, অযোধ্যার রাম জন্মভূমিতে প্রায় ২০০ ভিএইচপি এবং আরএসএস স্বয়ংসেবক অক্ষত, ধানের শীষ, হলুদ এবং ঘিযুক্ত পিতলের কলস গ্রহণ করবেন। এগুলো পাওয়ার পর, তারা তাদের নিজ নিজ প্রান্ত সদর দফতরের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রতিটি প্রান্ত ৫ কেজি করে অক্ষত পাবে, যা তারা তাদের নিজ নিজ প্রান্ত সদর দফতরে বিতরণের জন্য নিয়ে যাবে। এরপর তারা অক্ষতে অতিরিক্ত চাল ও হলুদ মেশাবে।
মন্দির ট্রাস্টের একজন সদস্যের মতে, ১লা থেকে ১৫ই জানুয়ারী পর্যন্ত ঘরে ঘরে অক্ষত বিতরণ করা হবে।
ট্রাস্টের সেই সদস্য বলেছেন, “আমাদের লক্ষ্য হল ৫ কোটি পরিবারকে দিয়ে প্রদীপ জ্বালানো। আর ৫ লাখেরও বেশী মন্দিরে এই ধরনের অনুষ্ঠান করে পুরো দেশকে অযোধ্যায় পরিণত করা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত, এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৪০০০ জনেরও বেশি সাধু এবং ২৫০০ জন বিশিষ্ট নাগরিক সহ, ২২শে জানুয়ারী অযোধ্যায় ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দেবেন।
আরএসএস-এর বিভিন্ন প্রান্তের স্বয়ংসেবকরাও রাম মন্দির পরিদর্শন করবেন। ৩০শে জানুয়ারী, কাশী অঞ্চল থেকে প্রায় ২৫‚০০০ স্বয়ংসেবকের অযোধ্যা সফর করার কথা রয়েছে।
এছাড়াও, অযোধ্যায় বিজেপি নেতাদের “সেবা কার্য” বা সেবামূলক কাজ করারও দায়িত্ব দেওয়া হয়েছে। অযোধ্যায় বিজেপির একজন কর্মকর্তা জানিয়েছেন – “আমরা সামাজিক সংস্থাগুলির একটি তালিকা তৈরি করতে শুরু করেছি যেগুলি ১লা জানুয়ারি থেকে বিনামূল্যে খাবার বিতরণ করবে। পার্টির মেডিকেল সেল ভক্তদের এবং স্বেচ্ছাসেবকদের চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ডাক্তারদের তালিকা প্রস্তুত করছে”।