কংগ্রেসকে পাকিস্তানে গিয়ে মৃত জঙ্গির সংখ্যা গুনে আসার পরামর্শ দিলেন রাজনাথ সিং

কংগ্রেসকে একেবারেপাকিস্তানে গিয়ে জঙ্গিদের মৃতদেহ গুনে জেনে আসার পরামর্শ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেন,বায়ুসেনার এয়ার স্ট্রাইকে বা জঙ্গ সংগঠন জেএমবি প্রশিক্ষণ শিবিরে বালাকোটে কতজন মারা গেছে সেই সংখ্যাটা আজ কিংবা কাল প্রকাশিত হবেই।

তিনি বলেন ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন সিস্টেম ইতিমধ্যেই তথ্য প্রকাশ করে জানিয়েছে যে এয়ার স্ট্রাইকের কিছুক্ষণ আগে পর্যন্ত ওই এলাকায় ৩০০ টি মোবাইল ফোন অ্যাকটিভ ছিল। তিনি অভিযোগের সুরে বলেন,বিরোধীরা এয়ার স্ট্রাইক নিয়ে রাজনীতি করছেন। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসকে পরামর্শ দেন যদি তারা যদি কত জন জঙ্গি মারা গেছে সেই সংখ্যা জানতে চান,তাহলে পাকিস্তানি গিয়ে ঘুরে আসুন।

রাজনাথ সিং বলেন,বেশ কিছু দলের নেতৃত্ব বারবার জিজ্ঞাসা করছেন বায়ুসেনার এয়ার স্ট্রাইকেকত জন জঙ্গি মারা গেছেন। আজ অথবা কাল সেটা অবশ্যই জানা যাবে। পাকিস্তান এবং তাদের নেতারা খুব ভালোভাবেই জানেন মৃতের সংখ্যা কত।

মঙ্গলবার তিনি বিএসএফের একটি প্রজেক্ট উদ্বোধন করতে এসে বলেন বিরোধীরা বারবার প্রশ্ন করছেন “কিতনে মরে কিতনে মরে”। তাহলে কি এয়ার ফোর্সের কাজ হামলার পর ডেব বডি গোনা-১-২-৩-৪-৫ করে। এর থেকে বড় হাস্যকৌতুক আর কিছুতেই হতে পারে না।

এন টি আর ও ইতিমধ্যেই নির্দিষ্ট করে বলে দিয়েছে হামলার আগে পর্যন্ত ওই এলাকায় ৩০০ মোবাইল সক্রিয় ছিল। তাহলে কি ঐ মোবাইল গুলি ঐখানে গাছ ব্যবহার করত? এবার নিশ্চয়ই বিরোধীরি এনটিআরও কেও বিশ্বাস করবেন না। তিনি বলেন শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য বা সরকার গঠনের জন্যই রাজনীতি নয়, রাজনীতি করা উচিত দেশের জন্য। যদি আমার কংগ্রেস বন্ধুরা মনে করেন কতজন মারা গেছেন সেই সংখ্যা তাদের জানানো উচিত। তাহলে আমি তাদের বলব তারা পাকিস্তানের যান আর সংখ্যা গণনা করুন এবং মানুষকে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.