ধর্মীয় সন্ত্রাস দমনে কঠোর এমানুয়েল মাক্রোঁ সরকার, এবার তালা ঝোলানো হলো জেহাদের সমর্থনকারী বইয়ের প্রকাশনী সংস্থার অফিসে

জেহাদের সমর্থনকারী বইয়ের প্রকাশনী সংস্থার অফিস তালা ঝুলিয়ে দিলো ফরাসি সরকার, খেপে আগুন মুসলিমরা।

ফ্রান্সের নামী মুসলিম প্রকাশনী সংস্থা ” নেয়া এডিশন ” (Neya Edition) বন্ধ করেদিল ফ্রান্স সরকার(France government)।

ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ তারা ঘটা করে জিহাদের প্রচার করছিলো।

ফ্রান্সের অভন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডারমানীন জানান, ” এই বেয়াদপি বরদাস্ত করা হবেনা ۔ এই ধরণের চিন্তা ভাবনা বা দর্শন সভ্যতার ও ফরাসি মননের পরিপন্থী।”

এই প্রকাশনী সংস্থাটি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের অরিয়েগে (Ariege) শহরে অবস্থিত।

ফ্রান্স সরকারের তরফে আরো জানানো হয়েছে যে শুধু প্রকাশনী সংস্থা বন্ধ করা নয় , যে ব্যক্তি বা সংস্থা জিহাদকে সমর্থন করবে তাদের সম্পত্তিও এবার কেড়ে নেবে ফরাসি সরকার।

এদিকে এস ইদ্রিস(S Idriss) যিনি ফ্রান্সের এক মুসলিম এন জি ও (Muslim NGO) র কর্ণধার তিনি জানিয়েছেন যে ফরাসি সরকার আসলে ইসলাম ও মুসলিম বিরোধী তাই এই কাজ করছেন।
তাঁর এই বক্তব্যে চটে লাল ওই দেশের জনসাধারণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.