নিজেদের বিমান বাহিনী ও গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ, চিন্তার বিষয় গোয়েন্দা সংস্থাগুলোতে ঢুকে আছে আই এস আইয়ের চর ও জেহাদিরা

বাংলাদেশ দেশের গুপ্তচর তথা গোয়েন্দা সংস্থা কে আরো কার্যকরী করার দিকে এগোচ্ছে। সূত্রের খবর গোয়েন্দা সংস্থাগুলোতে ঢুকে আছে আই এস আইয়ের চর ও জেহাদিরা।

সূত্রের খবর , বাংলাদেশ তাদের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা Director General of Forces Intelligence বা DGFI কে এবং একই সাথে তাদের গুপ্তচর সংস্থা National Security Intelligence বা NSI কে ঢেলে সাজাচ্ছে।
বাংলাদেশে বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতির মোকাবিলা করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। একই সঙ্গে ওই সংস্থাগুলোর মধ্যেও ঢুকে পড়েছে অনেক মৌলবাদী যা যথেষ্টই চিন্তার কারণ হতে পারে সার্কের জন্য।

ইউরোপের (Europe) বিভিন্ন দেশ থেকে গুপ্তচরবৃত্তির অতিআধুনিক সরঞ্জাম কেনা হচ্ছে ও এরই সাথে বাংলাদেশী গুপ্তচরদের বিশেষ ট্রেনিং মারফত ইউরোপের কোনো দেশেও পাঠানো হচ্ছে। এও শোনা যাচ্ছে বিভিন্ন ভাষায় পারদর্শী ও তথ্য প্রযুক্তি বিশারদদের ঢোকানো হচ্ছে গুপ্তচর তথা গোয়েন্দা সংস্থায়।

এদিকে গোয়েন্দা সংস্থা ছাড়াও নিজেদের বিমান বাহিনীকেও (Bangladesh Air Force) ঢেলে সাজাচ্ছে বাংলাদেশ।

সম্প্রতি Boeing ALT 64 E , Eurocopter Tiger ও 28 NE Russian helcopter এর অন্তর্ভুক্তি হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। প্রত্যেকটি হেলিকপ্টারের মধ্যেই 30 mm gun system আছে।

সূত্রের খবর , এই হেলিকপ্টার গুলো মূলত চট্টগ্রামে ব্যবহার করার জন্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা Inter Service Public Relations (ISPR) সূত্রে জানা গিয়েছে যে সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধান এস এম সাফিউদ্দিন (S M Safiuddin) দক্ষিণ কোরিয়ার (South Korea) চিফ অফ ডিফেন্স স্টাফ ( Chief of Defence Staff) Nam Yeong Shin এর সাথে দক্ষিণ কোরিয়াতে গিয়ে দেখা করেছেন।
সম্প্রতি ভারতের বিমান বাহিনীর(Indian Air ফোর্স বা I AF) প্রধান Air Chief Marshall RKS Bhadauria র সাথেও বাংলাদেশের এয়ার চিফ মার্শাল (Air Chief Marshall) শেখ আব্দুল হান্নান ( Sheik Abdul হান্নান) এর মিটিং হয় যশোরের (Jessore) বাংলাদেশ এয়ারফোর্স একাডেমীতে।

ইতিমধ্যেই বাংলাদেশে বিমান বাহিনী (Bangladesh Air Force) দুই টি Long Range Rader System (LRRS) নিয়েছে ফ্রান্সের (France) কাছ থেকে। এটি একটি GM 400 radar। এছাড়া ফ্রান্সের কাছ থেকেই অত্যাধুনিক 3D AESA radar ও নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
ইতিমধ্যে, চলতি বছরেই চার বার গ্রেট ব্রিটেনের (Great Britain) Royal Air Force(R A F) এর সাথে বৈঠক হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর।
সূত্রের খবর , ব্রিটেন থেকে পাঁচ টি C 130 J Super Hercules ও বেশ কয়েকটি Multiple Multi Role Combat Aircraft (MRCA) ও নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.