পর পর উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা, আউট ফেরেইরা,ভারতের ১৭৫ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫০/৫

আউট ফেরেইরা

বরুণের বলে আউট ফেরেইরা (৫)। ক্যাচ দিলেন জিতেশের হাতে। দক্ষিণ আফ্রিকা ৫০/৫।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ key status

আউট মিলার

হার্দিকের প্রথম বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট মিলার (১)। দক্ষিণ আফ্রিকা ৪৫/৪।

Advertisement

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৬ key status

৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৫/৩

ব্যাট করছেন ব্রেভিস (১৬) এবং মিলার (১)। 

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:২৫ key status

আউট মার্করাম

অক্ষরের বলে বোল্ড মার্করাম (১৪)। দক্ষিণ আফ্রিকা ৪০/৩।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২১:১০ key status

আউট স্টাবস

অর্শদীপের বলে জিতেশের হাতে ক্যাচ দিয়ে আউট স্টাবস (১৪)। দক্ষিণ আফ্রিকা ১৬/২।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭ key status

আউট ডি কক

ইনিংসের দ্বিতীয় বলেই আউট ডি কক (০)। দক্ষিণ আফ্রিকা ০/১।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫ key status

শুরু দক্ষিণ আফ্রিকার ইনিংস

ওপেন করছেন মার্করাম এবং ডি কক।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৩ key status

ভারতের ইনিংস শেষ

১৭৫ রানে শেষ হল ভারতের ইনিংস। হার্দিক ২৮ বলে ৫৯ রান করে জিতেশ ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকলেন।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ key status

হার্দিকের ৫০

প্রত্যাবর্তনেই ঝড় হার্দিকের, ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। ভারত ১৬৯/৬।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:২৯ key status

আউট শিবম

ফেরেইরার বলে বোল্ড শিবম (১১)। ভারত ১৩৭/৬।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৮ key status

১৫ ওভারে ভারত ১২১/৫

ব্যাট করছেন হার্দিক (২৬) এবং শিবম (১)।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৪ key status

আউট অক্ষর

সিমপালার বলে মারতে গিয়ে আউট অক্ষরও (২৩)। ক্যাচ দিলেন ফেরেইরার হাতে। ভারত ১০৪/৫।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ key status

১০ ওভারে ভারত ৭১/৩

ব্যাট করছেন তিলক (২৩) এবং অক্ষর (১০)।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৭ key status

আউট অভিষেক

সিপামলার বলে মারতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন অভিষেক (১৭)। ক্যাচ নিলেন জানসেন। ভারত ৪৮/৩।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩১ key status

তিলকের ১০০০

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিলক।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ key status

৫ ওভারে ভারত ৩২/২

ব্যাট করছেন অভিষেক (৯) এবং তিলক (৩)।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৭ key status

আউট সূর্য

এনগিডির দ্বিতীয় ওভারে আউট সূর্যকুমার (১২)। ছয়, চার মারার পর মার্করামের হাতে ক্যাচ দিয়ে আউট ভারত অধিনায়ক। ভারত ১৭/২।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭ key status

আউট শুভমন

প্রথম ওভারেই উইকেট হারাল ভারত। প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলেই আউট শুভমন। এনগিডির বলে জানসেনের হাতে ক্যাচ দিলেন শুভমন (৪)। ভারত ৫/১।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩ key status

শুরু ভারতের ইনিংস

অভিষেকের সঙ্গে ওপেন করতে নামলেন চোট সারিয়ে দলে ফেরা শুভমন।

timer শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৪ key status

টস হারলেন সূর্যকুমার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করবে ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.