Water enters in coal mine: হু হু করে ঢুকছে জল! খনিতে আটকে… দেখুন হাড়হিম করা ছবি…

ইসিএলের খোলামুখ বিপদ। জল ঢোকার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আটকে পড়েছে ৩ গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল আসানসোলের বারাবনিতে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

  

2/8

 মাটির নীচে রাশি রাশি কয়লা। আসানসোলে ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়লা খনি। বেশিরভাগই ECL-র।

3/8

মাটির খনন কাজে বিপদ কম নয়। মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে যায়।

4/8

 ঠিক যেমনটা ঘটেছে আসানসোলের বারাবনির গৌরান্ডীর বেগুনিয়া খোলামুখ খনিতে।

  

5/8

 আশেপাশের উঁচু জায়গা থেকে জল ঢুকে গিয়েছে  গৌরান্ডীর বেগুনিয়া খোলামুখ খনিতে।

  

6/8

জলের প্রবল স্রোতে এখন কার্যত ভাসছে খনি! আটকে পড়েছে ৩ গাড়ি।

7/8

সেই ভিডিয়ো-ই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

  

8/8

পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তত্‍পরতায় চেষ্টা চালাচ্ছে খনি কর্তৃপক্ষ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.