North Sikkim: পর্যটকদের জন্য সুখবর! খুলল উত্তর সিকিমের পথ, তবে…

 পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য সুখবর। পর্যটকদের জন্য খুলল উত্তর সিকিম। ১ ডিসেম্বর থেকে উত্তর সিকিমের মঙ্গন জেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। লাচুং বেড়াতে যাওয়ার জন্য ১ ডিসেম্বর থেকেই অনলাইনে গাড়ির পারমিট দেওয়া হবে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। তবে লাচেনের পারমিট দেওয়া হবে ১০ ডিসেম্বর থেকে। একই সঙ্গে গুরুদংমার, চুংথান ও থাঙ্গুর পারমিট ১০ ডিসেম্বর থেকেই দেওয়া হবে। লাচুংয়ের পাশাপাশি ইয়ুমথাং, জিরো পয়েন্টেরও পারমিট ১ ডিসেম্বর থেকেই দেওয়া হবে। 

মূলত ২০২৩ সালের অক্টোবর মাসে তিস্তার হ্রদ ভেঙে ও মেঘভাঙা বৃষ্টির ফলে বন্যা ও ধসের ঘটনা ঘটেছিল। তাতে উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। ভেসে একাধিক সেতু। তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লাচেন, লাচুং, চোপকা উপত্যাকা একাধিক পর্যটন কেন্দ্রের। লাচেন, লাচুংয়ের সড়ক পরিস্থিতি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে ঠিক হয়, লাচেন, লাচুং খুলে দেওয়া হলেও, পর্যটকদের গাড়ির সংখ্যা বেধে দেওয়া হবে। একদিন আগে অনলাইনে আবেদনের ভিত্তিতে পারমিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ভাবে নাইট স্টে’র ওপর নিষেধাজ্ঞা থাকছে। 

 হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট স্যানাল জানান ,  “এটা আমাদের কাছে অত্যন্ত খুশির খবর। প্রায় বছর খানেক ধরে এই রাস্তা বন্ধ থাকার কারনে আমাদের পর্যটনে যথেষ্ট প্রভাব পড়েছে। তবে বড় দিনের আগে এই সিদ্ধান্ত সত্যিই আমাদের কাছে আনন্দের। তবে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.