কোচবিহারের এবিএন শীল কলেজের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল বয়েজ হস্টেল থেকে রাজ আমলের বাসনপত্র চুরি। অভিযোগ, সোমবার রাতে হস্টেলের খাওয়ার ঘর থেকে চুরি হয়ে যায় ৪৬টি কাসার থালা ও ১৭টি পিতলের গ্লাস। এগুলি কোচবিহারের মহারাজাদের আমলের বাসনপত্র বলে দাবি কর্তৃপক্ষের। ঘরের জানালার লোহার শিক ভেঙে বাসনপত্রগুলি চুরি হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই হস্টেলে ৫৬ জন ছাত্র থাকেন। বর্তমানে সেখানে রয়েছেন ২৩ জন। বাকিরা ভোট ও কলেজ বন্ধ থাকার কারণে বাড়িতে গিয়েছেন। অন্যদিনের মতো গতকাল রাতেও রাতের খাওয়া-দাওয়া সেরে নিজেদের ঘরে ফিরে যান ছাত্ররা। মঙ্গলবার সকালে খাওয়ার ঘরের দরজা খুলে দেখা যায়, একটি জানালার তিনটি লোহার শিক ভাঙা রয়েছে। চুরি হয়েছে ঘরের ভেতরের বাসনপত্র। হস্টেলের আবাসিকরা বলেন, ‘এখানে কোনও নিরাপত্তারক্ষী নেই। জল, বিদ্যুৎ ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা রয়েছে।’ নিরাপত্তার অভাবের জন্যই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁদের। কলেজ কর্তৃপক্ষের তরফে কোতয়ালি থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ আমলের সামগ্রী চুরি হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে।
2019-04-17