চার রাজ্যে ঝড়-বৃষ্টির তাণ্ডব : মৃত্যু ৩৫ জনের, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রবল ঝড়-বৃষ্টি, একইসঙ্গে বজ্রাঘাতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, রাজস্থান,গুজরাট এবং উত্তর-পূর্বের রাজ্য মণিপুর| বিগত দু’দিনের প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র মধ্যপ্রদেশেই প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১৬ জন| রাজস্থানের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির তাণ্ডবে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে| এছাড়াও পশ্চিম ভারতের রাজ্য গুজরাটে বিগত ৪৮ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে| মণিপুরেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে| মধ্যপ্রদেশ ও মণিপুরে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল সোমবার থেকেই, আর রাজস্থান ও গুজরাটে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে মঙ্গলবার দুপুরের পর থেকে| বিগত ২৪ ঘন্টায় চার রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রকৃতির তাণ্ডব| বুধবার সকালে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মণিপুর-এই চার রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশে ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে| রাজস্থানে প্রাকতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৬|

এছাড়াও গুজরাটে প্রকৃতির তাণ্ডবে ১১ জনের মৃত্যু হয়েছে| মণিপুরে তিনজন মহিলা-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে| পৃথক তিনটি রাজ্যে আহতের সংখ্যা প্রচুর| ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর পরিমাণে| প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, ‘মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মণিপুর-সহ দেশের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টিতে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী| দুর্গতদের সহায়তা প্রদানের জন্য সম্ভাব্য চেষ্টা করছে সরকার|’ পিএমও দফতর-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারপিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি আহতদের পরিবারপিছু ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.