তৃণমূলের ইস্তাহারে সিপিএমেরই চেনা সুর
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশিত হয়েছে। তৃণমূলের আবার ইস্তাহার! অনেকেই মুচকি হাসছেন। বাজারে রসিকতাই চালু হয়েছিল তৃণমূল নেত্রী যদি দেশের বিদেশমন্ত্রী হন, তবে ভারতবর্ষের বিদেশনীতি কী হবে! একথা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এসব নীতি-ফিতির ধার ধারেন না। প্রশাসক হিসেবে তার ব্যর্থতা চূড়ান্ত, তার থেকেও বড়ো হলো প্রশাসনের কোনও নিয়ম-নীতিরRead More →