করোনা-আবহে উপ-নির্বাচন, ১০টি রাজ্যে শুরু ভোটদান

ভারতের ১০টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে উপ-নির্বাচন। মঙ্গলবার সকাল থেকে ভারতের ১০টি রাজ্যের ৫৪টি বিধানসভা আসনের জন্য উপ-নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। এই ১০টি রাজ্য হল-মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ, ওডিশা, নাগাল্যান্ড, কর্ণাটক, ঝাড়খন্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং হরিয়ানা। মধ্যপ্রদেশের ২৮টি বিধানসভা আসনের জন্য চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ, গুজরাটে আটটি, উত্তর প্রদেশে সাতটি, ওডিশা, নাগাল্যান্ড, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে দু’টি করে এবং ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং হরিয়ানায় একটি করে আসনে চলছে ভোটগ্রহণ।
মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে সবথেকে বেশি আসনে চলছে ভোটগ্রহণ। করোনা-মহামারি পরিস্থিতিতে এই ভোটদানের মধ্যেই ভোটারদের থার্মাল স্ক্রিনিং করা হয়। সকাল সকাল ভোট দেন গোয়ালিয়রের দাদরা উপ-নির্বাচনের বিজেপি প্রার্থী ইমারতি দেবী। তিনি ২১৯ নম্বর বুথে ভোট দিয়েছেন।
গুজরাট : গুজরাটের আটটি বিধানসভা আসনের জন্য চলছে উপ-নির্বাচন। এদিন সকালে লিম্বডি আসনের বিজেপি প্রার্থী কিরিতসিনহ রাণা ভোট দিয়েছেন সুরেন্দ্রনগরের একটি পোলিং বুথে।
কর্ণাটক : কর্নাটকে দু’টি আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। আর আর নগর বিধানসভা উপ-নির্বাচনের কংগ্রেস প্রার্থী কুসুম এইচ বেঙ্গালুরুর জেএসপিইউ কলেজের পোলিং বুথে ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.