ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের অন্যতম পদক সম্ভাবনা বজরং পুনিয়া

টোকিওয় ফ্রি-স্টাইল কুস্তিতে ভারতের অন্যতম পদক সম্ভাবনা হিসেবে বিবেচিত হচ্ছেন বজরং পুনিয়া। তাঁকে নিয়ে ভারতীয় শিবিরের প্রত্যাশা বিপুল। আপাতত প্রত্যাশার চাপ সামলে নিজের ইভেন্ট দারুণভাবে শুরু করলেন ভারতীয় তারকা। ছেলেদেল ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের প্রথম বাউটে লড়াকু জয় তুলে নিলেন বজরং।

প্রথম বাউটে বজরং পরাজিত করেন কিরগিজস্তানের এরনাজার আকমাতালিয়েভকে। ভারতীয় তারকার এটি কষ্টার্জিত জয় বলাই উচিত। কেননা বাউট ৩-৩ পয়েন্টের সমতায় শেষ হয়। তবে বজরংয়ের পয়েন্ট স্কোরিং মুভের জন্যই তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।

বাউটের প্রথম পিরিয়ডে বজরং ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিডয়ে ভারতীয় তারকা কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেননি। তবে প্রতিপক্ষ কিরগিজ কুস্তিগীর ২ পয়েন্ট সংগ্রহ করেন। ফলে বাউট ৩-৩ সমতায় দাঁড়িয়ে যায়। শেষমেশ বজরং শেষ আটের টিকিট হাতে পেয়ে যান।

কোয়ার্টার ফাইনাল বাউটে ভারতের সেরা বাজি বজরং পুনিয়া ম্যাটে নামবেন ইরানের মর্তেজা গিয়াসি চেকার বিরুদ্ধে। প্রথম বাউটে ইরানিয়ান কুস্তিগীর ৫-১ ব্যবধানে পরাজিত করেছেন তিউনিশিয়ার হাইতেম দাখলাউইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.